দুপুর ০১.৩১
রাশিয়ার হামলায় এপর্যন্ত সাতজন নিহত, ইউক্রেন পুলিশ
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রাণহানির ব্যাপারে প্রথমাবার তথ্য দিল ইউক্রেন। দেশটির পুলিশ জানিয়েছে, এপর্যন্ত রাশিয়ার বোমাবর্ষণে ইউক্রেনের সাত নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ওদেসসা অঞ্চলে একটি সামরিক ইউনিটের বাইরে বিস্ফোরণে ৬ জন মারা গেছে, আহত হয়েছেন ৭ জন, নিখোজ রয়েছেন ১৯ জন। এছাড়া মারিপোল শহরে একজন মারা গেছেন।
দুপুর ০১.২৩
রাশিয়ার দাবি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হয়েছে
এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছিল, তাদের বিমান বাহিনী রাশিয়ার বিমান আক্রমণের জবাব দিচ্ছে। কিন্তু কিছুক্ষণ আগে রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর দাবি করেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছেন তারা। সীমান্ত দিয়ে প্রবেশের সময় রুশ বাহিনীকে ইউক্রেনের পক্ষ থেকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি বলেও দাবি প্রতিরক্ষা দপ্তরের। এসব দাবির সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।
দুপুর ১২.৫৫
ইউক্রেনের দাবি, রাশিয়ার পাচ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে
ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার পাচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর ইউক্রেনের এমন দাবি অস্বীকার করেছে।
দুপুর ১২.১২
দলে দলে কিয়েভ ছাড়ছে রাজধানীর বাসিন্দারা
ইউক্রেনে পুরোদমে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই দেশটির রাজধানী কিয়েভের বাসিন্দারা শহর ছাড়তে শুরু করেছেন। মস্কো সময় ভোর ৫.৫৫ মিনিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। এর পরপরই ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে ভারী বিস্ফোরণের খবর আসতে শুরু করে।
সম্ভাব্য হামলার আশঙ্কায় রাজধানী কিয়েভে সাইরেন বেজে ওঠে। শহরের বাসিন্দারা দ্রুত বোম শেল্টার, পাতাল রেলের স্টেশন ও ভবনের বেজমেন্টে আশ্রয় নেয়। তাদের একসাথে জড়ো হয়ে প্রার্থনা করতে দেখা যায়।
সাইরেনের আওয়াজ থামার পর দলে দলে লোক রাজধানী কিয়েভ ছেড়ে নিরাপদ এলাকায় চলে যেতে শুরু করে। গাড়ির চাপে শহর থেকে বের হওয়ার রাস্তাগুলোতে যানজটের সৃষ্টি হয়। এই মূহুর্তে রাজধানী কিয়েভের অভ্যন্তরের রাস্তা অনেকটাই ফাকা। যারা শহরে রয়েছেন, তারা ঘরের মধ্যে নিরাপদ থাকার চেষ্টা করছেন। অনেক মানুষ এটিএম বুথে ভিড় করছেন টাকা তোলার জন্য।
সকাল ১১.৪৯
ইউক্রেনের দাবি, রুশ বিমান হামলার জবাব দিচ্ছে তাদের বিমান বাহিনী
ইউক্রেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার চালানো হামলার জবাব দিচ্ছে তাদের বিমান বাহিনী। ইউক্রেনের বাহিনী বলছে, রাশিয়া পূর্ব ইউক্রেনের সামরিক ঘাটিগুলোতে ‘তীব্র গোলাবর্ষণ’ করছে। এছাড়া কিয়েভের নিকটবর্তী বরিস্পিল বিমানবন্দরসহ দেশের আরও কয়েকটি বিমানবন্দরেও রাশিয়া হামলা চালিয়েছে বলে জানানো হয় বিবৃতিতে। রাশিয়ান ছত্রিসেনারা ইউক্রেনের দক্ষিণের বন্দর শহর ওডেসায় অবতরণ করেছে বলে শোনা যাচ্ছে, তা অস্বীকার করা হয়েছে এই বিবৃতিতে।
সকাল ১১.৪০
বেলারুশ দিয়ে ইউক্রেনে ঢুকছে রুশ সেনারা
ভোর থেকে বিভিন্ন শহরে মিসাইল আক্রমণের পর এবার স্থলপথে ইউক্রেনে ঢুকতে শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী। একাধিক সূত্র নিশ্চিত করেছে, ইউক্রেনের দক্ষিণের প্রতিবেশী বেলারুশ থেকে সামরিক বহর নিয়ে ইউক্রেনে প্রবেশ করছে রাশিয়ার সেনারা।
সকাল ১১.১৩
রাশিয়ার ঘোষণা, সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে তারা
ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর প্রথম প্রতিক্রিয়ায় রুশ প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে, তারা কেবল ইউক্রেনের সামরিক স্থাপনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান বাহিনীকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে। বিভিন্ন শহরে হামলা করার কথা অস্বীকার করেছে তারা।
সকাল ১০.৫৮
ইউক্রেনে রাশিয়ার মিসাইল আক্রমণ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমায়ার জেলেন্সকি নিশ্চিত করেছেন, তার দেশের ওপর মিসাইল হানা শুরু করেছে রশিয়া। ইউক্রেনের বিভিন্ন স্থাপনা এবং সীমান্ত রক্ষীদের লক্ষ্য করে এসব মিসাইল ছোড়া হচ্ছে বলে জানান জেলেনস্কি।
সকাল ১০.৫০
ইউক্রেনে সামরিক আইন জারি
ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ হামলা শুরুর প্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট ভোলদেমায়ার জেলেনস্কি দেশজুড়ে সামরিক আইন জারির সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ইউক্রেনের নিরাপত্তা কাউন্সিল ও প্রতিরক্ষা কাউন্সিলের বৈঠক ডেকেছেন। এই বৈঠকেই মার্শাল ল’ জারির সিদ্ধান্তটি চূড়ান্ত হবে।
সকাল ১০.৪২
তেলের দাম ছাড়াল ১০০ ডলার
প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণার দেওয়ার পর ব্যারেল প্রতি তেলের দাম ১০০ মার্কিন ডলার ছাড়াল। সাত বছর পর প্রথমবার তেলের দাম ১০০ ডলার অতিক্রম করল। এশিয়ার শেয়ার বাজারের লেনদেনেও প্রভাব পড়েছে।
সকাল ১০.০৬
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর টুইট, সর্বব্যাপী আগ্রাসন শুরু করেছেন পুতিন
ইউক্রেনে হামলা শুরুর প্রেক্ষিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেছে, তার দেশের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন শুরু করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউক্রেন নিজেকে রক্ষা করবে। বিশ্বসম্প্রদায় রাশিয়াকে থামাতে পারে এবং সেটা করতেই হবে।
সকাল ৯.৩৪
জো বাইডেনের প্রতিক্রিয়া, বিশ্ব রাশিয়াকেই কাঠগড়ায় দাড় করাবে
ইউক্রেনে রুশ আগ্রাসন পুরোদমে শুরু হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “রশিয়া ‘বিনা উস্কানিতে ও অনৈতিকভাবে’ ইউক্রেনে হামলা চালাচ্ছে। ভ্লাদিমির পুতিন পূর্বপরিকল্পিত এক যুদ্ধ শুরু করেছেন, যাতে বিপুল প্রাণহানি ঘটতে চলেছে।”
তিনি বলেন, “এই হামলার ফলে হওয়া সকল মৃত্যু ও ধ্বংসের জন্য শুধু রাশিয়াই দায়ী থাকবে। বিশ্ব এই আগ্রাসনের জন্য রাশিয়াকেই কাঠগড়ায় দাড় করাবে।”
বাইডেন বলেন, “যুক্তরাষ্ট্র তার সহযোগীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে রাশিয়ার এই হামলার প্রতিক্রিয়া জানাবে।”
আজ কোন এক সময়ে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছেন জো বাইডেন। তিনি হোয়াইট হাউজ থেকে পুরো পরিস্থিতি তদারক করছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি রাশিয়ার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তার আগে জি-৭ সদস্যভুক্ত দেশগুলোর নেতাদের সাথে বৈঠক করবেন বলে জানিয়েছেন বাইডেন।
ফার্স্টলেডি জিল বাইডেনের সাথে তিনিও ইউক্রেনের জনগণের জন্য প্রার্থনা করছেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
সকাল ৯.৩২
পুরো ইউক্রেন জুড়ে ঘটছে বিস্ফোরণ
রাজধানী কিয়েভ ছাড়াও পূর্বের দোনেৎস্কের ক্রামাতোরস্ক ও ওবলাস্ত, উত্তর-পূর্বের খারকিভ, দক্ষিণের ওডেসা অঞ্চলেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে।
সকাল ৯.২৭
বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে রাজধানী কিয়েভেও
সীমান্তবর্তী কয়েকটি শহরের পর এবার বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে ইউক্রেনের খোদ রাজধানী কিয়েভেও। এ পর্যন্ত ৫/৬ টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে রাজধানীতে। স্থানীয় গণমাধ্যম কিয়েভে দেশের প্রধান বিমানবন্দরের কাছে গোলাগুলির দাবি করেছে।
সকাল ৯.২৩
আন্তোনিও গুতারেসের আহবান, সেনা প্রত্যাহার করুন
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস এক বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সেনা ইউক্রেন এবং এর সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের অনুরোধ করে শান্তির জন্য আরেকটা সুযোগ দেওয়ার আহবান জানিয়েছেন।
সকাল ৯.১৬
সত্য ও ন্যায়বিচার রাশিয়ার সাথে আছে, বললেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশন ভাষণে বলেছেন, তার দেশ আত্মরক্ষার্থেই ইউক্রেনে আক্রমণ চালচ্ছে। তিনি হুশিয়ার করে বলেন, কেউ রাশিয়ার ক্ষতি করতে চাইলে রাশিয়ার জবাব হবে ‘তাৎক্ষণিক’।
সকাল ৯.১১
দোনেৎস্ক অঞ্চলে বিস্ফোরণ
পূর্ব ইউরোপের দোনেৎস্ক অঞ্চলে ভারি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে।
সকাল ৯.০৯
ইউক্রেনের সৈন্যদের আত্মসমর্পণের আহবান জানালের পুতিন
এক টেলিভিশন ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউরোপের আক্রান্ত এলাকাগুলোতে মোতায়েন ইউক্রেনের সেনাসদস্যদেরকে অস্ত্র সমর্পণ করে বাড়ি ফিরে যেতে আহবান জানিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তা না হলে যেকোনো রক্তপাতের জন্য ইউক্রেন দায়ী থাকবে।
সকাল ৮.৫৯
ইউক্রেনের দোনবাসে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন
রশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিভিশন ভাষণে ইউক্রেনের পূর্ব সীমান্তে অবস্থিত দোনবাস অঞ্চলে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন।