যেন হলিউড হিরো, মিসাইল পরীক্ষায় অন্য রুপে কিম জং উন

আরও একটা আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। আগের মতই উদ্বিগ হল বিশ্ব। তবে গণমাধ্যমের আলো ক্ষেপণাস্ত্রটি নয়, এবার পুরোটা কেড়ে নিলেন দেশটির নেতা কিম জং উন।

কয়েক সপ্তাহ পরপর বিভিন্ন মাত্রার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো উত্তর কোরিয়ার জন্য নিয়মিত ব্যাপার হয়ে দাড়িয়েছে। একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞা আর হুমকিকে উপেক্ষা করে সফলভাবে মিসাইল উৎক্ষেপণের মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতার কথা বিশ্বকে জানিয়ে যাচ্ছে দেশটি।

প্রতিবারই আগের বারের চেয়ে আরও উন্নত, আরও শক্তিশালী, আরও দূরে আঘাত হানার ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র সামনে আনে দেশটি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে উৎক্ষেপণের যে ভিডিও উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রচার করেছে, বিশ্বজুড়ে তাই চর্চার বিষয় হয়ে দাড়িয়েছে।

প্রায় প্রতিবারের মত এবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় উৎক্ষেপণস্থলে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বময় শাসক কিম জং উন। তবে অন্যান্য সময়ের মত এবার তার পরনে ছিলনা চিরপরিচিত ফরমাল স্যুট। তার পরিবর্তে তিনি পড়ে এসেছিলেন কালো রঙের চকচকে আটোসাটো চামড়ার এক জ্যাকেট। আর চোখে ছিল কালো গোল একটা সানগ্লাস। অনেকটা যেন হলিউডের কোন আকশন হিরো।

ভিডিওর শুরুতেই দেখা যায়, একটি বিমান রাখার হ্যাঙ্গারের বিশাল দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। ভেতরে দাঁড়িয়ে কিম জং উন। নাটকীয় ভঙ্গিতে বাইরে বেরিয়ে এসে এগোতে থাকেন তিনি। তার সাথে যোগ দেন দু’জন সিনিয়র সেনা অফিসার।

তাদের নিয়ে দৃড় পদক্ষেপে হাটতে হাটতে মিসাইল উৎক্ষেপণস্থলে পৌছান কিম। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন উৎক্ষেপণের সময় হয়েছে কিনা। নিজেদের ঘড়িতে সময় দেখেন সাথে থাকা দুই অফিসারও।

‘নির্দিষ্ট সময়’ হওয়ার পরপরই মাথা নাড়িয়ে ইশারা করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নির্দেশ দেন কিম। সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে, চারিদিকে আগুন ছড়িয়ে, আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করে উত্তর কোরিয়ার নিজেদের তৈরি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হোয়াসং-১৭। ভিন্ন ভিন্ন দিক থেকে দূরপাল্লার মিসাইলটির যাত্রা দেখানো হয় ভিডিওটিতে।

১৫ মিনিটের ভিডিওর পুরোটা অংশ জুড়েই বাজছিল থ্রিলার মুভির মত উত্তেজনাকর আবহ সঙ্গীত।

আজকের হোয়াসং-১৭ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয় পিয়ংইয়ং সুনান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। উত্তর কোরিয়ার রাজধানী থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরটি।

আজকের ভিডিওটি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়মিত সংবাদ বুলেটিনের মাঝে প্রচার করা হয়। বুলেটিনটি উপস্থাপনা করেন উত্তর কোরিয়ার সবচেয়ে আলোচিত সংবাদ পাঠিকা রি চুন-হি। দেশটির সাবেক দুই শাসক কিম ইল সাং ও কিম জং ইলের মৃত্যু, দেশটির প্রথম পারমাণবিক পরীক্ষাসহ উত্তর কোরিয়ার প্রায় সব গুরুত্বপূর্ণ খবর উপস্থাপনার সৌজন্যে রি নিজ দেশে তো বটেই, বহির্বিশ্বেও অত্যন্ত পরিচিত মুখ।

উত্তর কোরিয়ার এই একমাত্র টেলিভিশন চ্যানেলে সারাদিন ধরে দেশটির শাসক কিম পরিবারের স্তুতি কিংবা সামরিক কুচকাওয়াজ কিংবা জাতীয়তাবাদী চলচ্চিত্র দেখানো হতে থাকে। আর অবশ্যই থাকে সংবাদ, যার সিংহভাগ জুড়ে প্রচারিত হয় কিম জং উনের কর্মকান্ড অথবা তার প্রয়াত পিতা ও পিতামহের বন্দনা, যারা তার পূর্বে কয়েক দশক ধরে উত্তর কোরিয়া শাসন করেছেন।

স্বাভাবিকভাবেই প্রচলিত ধারার সংবাদের মাঝে পশ্চিমা ধাচের সাজপোশাক, আবহ সঙ্গীত আর নাটকীয়তায় মোড়া এহেন ভিডিও সম্প্রচার আলোচনার জন্ম দিয়েছে দেশটির ভেতরে, বাইরে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, নিয়মিত ধারার বাইরে গিয়ে একদম ভিন্ন আমেজে মিসাইল পরীক্ষার ভিডিও নির্মাণ ও সম্প্রচারের পেছনে হয়ত কিম জং উনের ব্যক্তি ভাবমূর্তি পুনঃর্বিন্যাসের প্রচেষ্টা রয়েছে। সাম্প্রতিক সময়ে কিমের যতগুলো ভিডিও উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, তাতে তার অতিরিক্ত ওজনের বিষয়টি কারও নজর এড়ায়নি। কোন কোন ভিডিওতে ওজনের কারণে কিমের এমনকি স্বাভাবিকভাবে হাটতেও সমস্যা হওয়ার বিষয়টি চোখে পড়েছে। সেগুলোর তুলনায় এবারের ভিডিওতে তাকে অনেকটাই সুস্বাস্থ্যবান ও ঝরঝরে দেখা গেছে।

রানী এলিজাবেথের প্রয়াণে বিশ্বনেতাদের শোক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রয়াত রানী্র প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এলিজাবেথ ছিলেন অতুলনীয় মর্যাদাসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্কের ভিত্তিকে গভীরতর...

পরলোকে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ

৯৬ বছরে পরলোকে পাড়ি দিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর দায়িত্ব পালন করা এলিজাবেথ আজ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ...

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

বরিস জনসনের বিদায়ের পর নতুন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। মার্গারেট থ্যাচার ও থেরেসা মে'র পর দেশটির ইতিহাসের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রীটে প্রবেশ...

প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ

সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ আর নেই। ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন এক সময়ের বহুল আলোচিত এই রাজনীতিবিদ। ১৯১৭ সালে রাশিয়ায় রাজতন্ত্রের পতনের...

রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সশস্ত্র বাহিনীতে ১৩৭,০০০ নতুন সদস্য নিয়োগের ঘোষণা দিয়েছেন। আজ এই সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট। নবনিযুক্ত এই সেনাদের...

বরিস জনসনকে ইউক্রেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজধানী কিয়েভ সফর করছেন বরিস জনসন।...

পার্টিতে উদ্দাম নেচে এখন বিপদে ফিনল্যান্ডের নারী প্রধানমন্ত্রী

বন্ধুদের সাথে পার্টি করে এখন পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ২০১৯ সালে ফিনল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন সানা মারিন।...

সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন ব্রিটেনের রাণী এলিজাবেথ

ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। দেশটির সুদীর্ঘ ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজশাসক এখন তিনিই। ব্রিটিশ রাজপরিবারের হাজার বছরের ইতিহাসে...

নির্বাচনে জালিয়াতির দায়ে অং সান সুকির আরও ৩ বছরের জেল

মায়ানমারের সেনা নিয়ন্ত্রিত আদালত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুকিকে আর ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে। তার বিরুদ্ধে চলা এই মামলাটি সর্বশেষ সাধারণ নির্বাচনে অনিয়মের...

থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল দেশটির সাংবিধানিক আদালত

মেয়াদের চেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। ২০১৪ সাল থেকে ক্ষমতাসীন প্রায়ুথের প্রধানমন্ত্রী পদে থাকাকে চ্যালেঞ্জ...

কারাগারে মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক

দূর্নীতির মামলায় দোষী সাব্যস্ত মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। দু'বছর আগে ২০২০ সালে মামলাটিতে নাজিব রাজ্জাককে ১২ বছরের কারাদন্ড দিয়েছিল দেশটির...

কিমকে জবাব দিতে একযোগে আটটা মিসাইল ছুড়লো দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার একঝাঁক মিসাইল পরীক্ষার পরদিনই আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে জবাব দিল দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েকমাস ধরে নিজেদের সামরিক সক্ষমতা প্রচারের জন্য...

উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ায় পৌছলেন জো বাইডেন

উত্তর কোরিয়ার ক্রমাগত পারমাণবিক হুমকির মুখে দক্ষিণ কোরিয়ার সাথে আরও বেশি সামরিক মহড়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট...

আজ জাপানে বসছে কোয়াডের বৈঠক, পৌছেছেন শীর্ষনেতারা

চার দেশের অনানুষ্ঠানিক 'চীনবিরোধী' জোট কোয়াডের এবছরের শীর্ষ বৈঠক আজ বসতে চলেছে জাপানের রাজধানী টোকিওতে। দেশগুলোর শীর্ষনেতারা এরই মধ্যে এসে পৌছেছেন শহরটিতে। এবারের বৈঠকটিকে...