গণবিক্ষোভে পদত্যাগ করল শ্রীলংকার মন্ত্রীসভা 

দেশব্যাপী চরম অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া নজিরবিহীন গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন শ্রীলংকার মন্ত্রীসভার সকল সদস্য। তবে পদত্যাগ করেননি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

চলমান সংকট নিরসনে সম্প্রতি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিল ক্ষমতাসীন সরকার। তারই অংশ হিসেবে আজ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রীসভার বাকি ২৬ সদস্যের সকলে একযোগে পদত্যাগ করেন। ক্ষমতাসীনদের পরিকল্পনা রয়েছে এরপর সরকারি ও বিরোধীসহ বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সরকার গড়ার। তবে আন্দোলনরত বিরোধী দলগুলো আদৌ এমন কোন সরকারে অংশ নেবে কিনা তা নিশ্চিত নয়।

১৯৪৮ সালে ব্রিটিশ শাসনের অবসান এবং স্বাধীনতা লাভের পর সবচেয়ে বড় আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটি। পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার অভাবে জ্বালানি, খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রবাদি বহির্বিশ্ব থেকে পর্যাপ্ত পরিমানে আমদানি করতে পারছেনা শ্রীলংকা। সারসহ কৃষি উপকরণ আমদানিতেও অচলাবস্থার জেরে অভ্যন্তরীণ খাদ্য উৎপাদনও বাধাগ্রস্থ হচ্ছে। রাজধানী কলম্বোসহ সারা দেশে দ্রব্যমূল্য বাড়তে বাড়তে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। মূল্যস্ফীতির পাশাপাশি চরম আকার ধারণ করেছে বিদ্যুৎ সংকট। শুরুতে দিনে ২/৩ ঘন্টা করে লোডশেডিং হলেও এখন সারাদিনের অর্ধেক সময়ও বিদ্যুৎ থাকছেনা দেশটিতে। শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা পরিষেবাসহ গুরুত্বপূর্ণ সেবাখাতগুলো স্থবির হয়ে পড়েছে।

স্বভাবতই এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শ্রীলংকার সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে পরিষেবা, সবকিছুর চরম সংকটের জেরে পথে নেমে এসেছেন তারা। দেশটির বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে নিয়মিত। দেশটির জনগণের অভিযোগের তীর ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারের দিকে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে অধিষ্ঠীত আছেন পরিবারটির একেকজন সদস্য।

অভিযোগ উঠেছে, রাজাপাকসে পরিবারের অদূরদর্শিতা ও দূর্নীতির কারণেই ডুবতে বসেছে শ্রীলংকার অর্থনীতি। বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে কয়েক বছর আগে প্রেসিডেন্ট থাকাকালীন সময় চীনসহ বিভিন্ন দেশ ও সংস্থা থেকে অপরিকল্পিত ও অযৌক্তিক ঋণ নিয়ে শ্রীলংকার অর্থনীতিকে ভিত দূর্বল করে দিয়েছিলেন বলে অভিযোগ।

অনুৎপাদনশীল খাতে ব্যবহৃত সেসব ঋণ পরিশোধ তো দূরের কথা, সেগুলোর সুদ মেটানোর সামর্থ্যও এখন শ্রীলংকার কোষাগারের নেই। চীন থেকে নেওয়া তেমনই এক ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ হাম্বানতোতা সমুদ্রবন্দর ৯৯ বছরের জন্য চীনকে লিজ দিতে হয়েছে শ্রীলংকাকে।

আশংকা করা হচ্ছে দেশটির চলমান অর্থনৈতিক সংকটে এরকম আরও অনেক আপস করতে হতে পারে দেশটিকে। এই পরিস্থিতির জন্য রাজাপাকসে পরিবারকে অভিযুক্ত করে তাদের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে দেশটির জনগণ। এতে সমর্থন দিয়েছে শ্রীলংকার বিরোধী রাজনৈতিক দলগুলো। গত সপ্তাহে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনের সামনে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

গণবিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে সম্প্রতি দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন প্রেসিডেন্ট গোতাভায়া। কিন্তু তার এই সিদ্ধান্ত পরিস্থিতি শান্ত করার পরিবর্তে বরং ঘরে-বাইরে তাকে আরও সমালোচনার মুখে ফেলে। দু’দিনের মাথায় জরুরি অবস্থা প্রত্যাহার করে নেন গোতাভায়া রাজাপাকসে।

এছাড়া বিক্ষোভ ছড়িয়ে পড়া ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রণকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয় ফেসবুক, হোয়াটসআপ, টুইটারসহ বহুল ব্যবহৃত যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার। এই সিদ্ধান্তের সমালোচনা শুধু বিরোধীরা নন, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছেলে তথা মন্ত্রীসভার সদস্য নামাল রাজপাকসেও করেন। পরে অবশ্য এই নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নেয় শ্রীলংকা সরকার।

এই প্রেক্ষাপটে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ভেঙে দিয়ে সব দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেয় ক্ষমতাসীনরা। তাদের এই কৌশল সফল হলে একদিকে রাজপথের সরকারবিরোধী আন্দোলন স্থিমিত হবে, কারণ সরকারে তখন ক্ষমতাসীনরা ছাড়াও বিরোধীরাও থাকবে। অন্যদিকে সংকটের জন্য রাজাপাকসেদের দায়ী করার চেয়ে সমাধান বের করায় বেশি মনোযোগ দেবে সকলে।

এখন দেখার বিষয়, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর চেয়ারে থাকা দুই সহোদরের এই রাজনৈতিক চালে বিরোধী দলগুলো অংশগ্রহণ করবে, নাকি দেশটির আর্থিক ও রাজনৈতিক সংকট আরও প্রকট হতে থাকবে।

রানী এলিজাবেথের প্রয়াণে বিশ্বনেতাদের শোক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রয়াত রানী্র প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এলিজাবেথ ছিলেন অতুলনীয় মর্যাদাসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্কের ভিত্তিকে গভীরতর...

পরলোকে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ

৯৬ বছরে পরলোকে পাড়ি দিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর দায়িত্ব পালন করা এলিজাবেথ আজ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ...

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

বরিস জনসনের বিদায়ের পর নতুন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। মার্গারেট থ্যাচার ও থেরেসা মে'র পর দেশটির ইতিহাসের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রীটে প্রবেশ...

প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ

সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ আর নেই। ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন এক সময়ের বহুল আলোচিত এই রাজনীতিবিদ। ১৯১৭ সালে রাশিয়ায় রাজতন্ত্রের পতনের...

রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সশস্ত্র বাহিনীতে ১৩৭,০০০ নতুন সদস্য নিয়োগের ঘোষণা দিয়েছেন। আজ এই সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট। নবনিযুক্ত এই সেনাদের...

বরিস জনসনকে ইউক্রেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজধানী কিয়েভ সফর করছেন বরিস জনসন।...

পার্টিতে উদ্দাম নেচে এখন বিপদে ফিনল্যান্ডের নারী প্রধানমন্ত্রী

বন্ধুদের সাথে পার্টি করে এখন পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ২০১৯ সালে ফিনল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন সানা মারিন।...

সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন ব্রিটেনের রাণী এলিজাবেথ

ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। দেশটির সুদীর্ঘ ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজশাসক এখন তিনিই। ব্রিটিশ রাজপরিবারের হাজার বছরের ইতিহাসে...

নির্বাচনে জালিয়াতির দায়ে অং সান সুকির আরও ৩ বছরের জেল

মায়ানমারের সেনা নিয়ন্ত্রিত আদালত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুকিকে আর ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে। তার বিরুদ্ধে চলা এই মামলাটি সর্বশেষ সাধারণ নির্বাচনে অনিয়মের...

থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল দেশটির সাংবিধানিক আদালত

মেয়াদের চেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। ২০১৪ সাল থেকে ক্ষমতাসীন প্রায়ুথের প্রধানমন্ত্রী পদে থাকাকে চ্যালেঞ্জ...

কারাগারে মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক

দূর্নীতির মামলায় দোষী সাব্যস্ত মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। দু'বছর আগে ২০২০ সালে মামলাটিতে নাজিব রাজ্জাককে ১২ বছরের কারাদন্ড দিয়েছিল দেশটির...

কিমকে জবাব দিতে একযোগে আটটা মিসাইল ছুড়লো দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার একঝাঁক মিসাইল পরীক্ষার পরদিনই আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে জবাব দিল দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েকমাস ধরে নিজেদের সামরিক সক্ষমতা প্রচারের জন্য...

উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ায় পৌছলেন জো বাইডেন

উত্তর কোরিয়ার ক্রমাগত পারমাণবিক হুমকির মুখে দক্ষিণ কোরিয়ার সাথে আরও বেশি সামরিক মহড়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট...

আজ জাপানে বসছে কোয়াডের বৈঠক, পৌছেছেন শীর্ষনেতারা

চার দেশের অনানুষ্ঠানিক 'চীনবিরোধী' জোট কোয়াডের এবছরের শীর্ষ বৈঠক আজ বসতে চলেছে জাপানের রাজধানী টোকিওতে। দেশগুলোর শীর্ষনেতারা এরই মধ্যে এসে পৌছেছেন শহরটিতে। এবারের বৈঠকটিকে...