Home এশিয়া জাপানে আছড়ে পড়ল কয়েক দশকের মধ্যে ভয়াবহতম টাইফুন ‘হাগিবিস’

জাপানে আছড়ে পড়ল কয়েক দশকের মধ্যে ভয়াবহতম টাইফুন ‘হাগিবিস’

টাইফুনের প্রভাবে সৃষ্ট বন্যায় প্লাবিত জনপদ (Image: Reuters)

জাপানে আঘার হানা গত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম টাইফুনে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর কথা জানিয়েছে দেশটির প্রশাসন।

‘হাগিবিস’ নামের ঘন্টায় ২২৫ কিলোমিটার বেগে আছড়ে পড়া টাইফুনটির প্রভাবে জাপানে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে।

দেশটির অন্তত ১৪টি স্থানে নদীর জল উপচে আশেপাশের এলাকা প্লাবিত হয়ে পড়েছে।

বর্তমানে টাইফুন ‘হাগিবিস’ জাপানের উত্তরদিকে অগ্রসর হচ্ছে এবং ধীরে ধীরে এটি উত্তর প্রশান্ত মহাসাগর অভিমুখে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার স্থানীয় সময় বিকাল পাঁচটায় ‘হাগিবিস’ টোকিওর দক্ষিণ-পশ্চিমে ইজু উপদ্বীপে আছড়ে পড়ে। এরপর এটি দেশটির পূর্ব উপকূল বরাবর অগ্রসর হয়। এসময় প্রায় ৫ লক্ষ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

‘হাগিবিস’-র প্রভাবে মাউন্ট ফুজির নিকটবর্তী হাকোনে শহরে শুক্র ও শনিবার ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। নাগানো প্রদেশে চিকুমা নদীর বাঁধ উপচে আশেপাশের আবাসিক এলাকাগুলোয় জল ঢুকতে শুরু করে। তবে রাজধানী টোকিও সংলগ্ন নদীগুলোর জলস্তর বিপদসীমার নিচে অবস্থান করছে।

কর্তৃপক্ষ জানাচ্ছে, মৃত নয়জনের মধ্যে কয়েকজন বৃষ্টির কারণে ঘটা ভূমিধসে মারা গেছেন আর বাকিদের মৃত্যু হয়েছে বন্যার মধ্যে গাড়িতে আটকা পড়ে। আরও ১৫ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এছাড়া কয়েক ডজন লোক বিভিন্নভাবে আহত হয়েছেন।

কি রকম প্রস্তুতি নিয়েছে জাপান?

টাইফুন ‘হাগিবিস’-র ক্ষয়ক্ষতি থেকে নাগরিকদের রক্ষার জন্য ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছিল জাপান সরকার। প্রায় ৭০ লক্ষ লোককে নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য প্রচারণা চালানো হয়। অবশ্য এদের মধ্যে ৫০ হাজার লোক দূর্যোগের সময় বাড়িতেই ছিলেন বলে জানা গেছে।

জাপানের বিভিন্ন এলাকার বাসিন্দারা খাবারসহ বিভিন্ন জরুরি সামগ্রী বেশি পরিমানে কিনে মজুদ করে রেখেছেন। যার কারণে অনেক জায়গাতেই সুপারমার্কেটের তাকগুলো খালি পড়ে থাকতে দেখা গেছে।

টাইফুন ‘হাগিবিস’-র প্রভাব পড়েছে জাপানের যোগাযোগ ব্যবস্থায়ও। দেশটির বুলেট ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। রাজধানী টোকিওর মেট্রোরেলের শনিবারের যাত্রাসূচী বাতিল করা হয়েছে।

টোকিওর হানেদা বিমানবন্দর ও চিবা প্রদেশের নারিতা বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে জাপানে চলমান রাগবি বিশ্বকাপের শনিবারের ইংল্যান্ড-ফ্রান্স ও ইতালি-নিউজিল্যান্ড এবং রবিবারের কানাডা-নামিবিয়ার খেলাগুলো বাতিল করে সেগুলো ড্র ঘোষণা করা হয়েছে। রাগবি বিশ্বকাপের ৩২ বছরের ইতিহাসে কোন ম্যাচ বাতিলের ঘটনা এটাই প্রথম।

বন্যায় ডুবে গেছে রেল স্টেশন (Image: Reuters)
হেলিকপ্টার থেকে উদ্ধার তৎপরতা (Image: Reuters)
আটকে পড়াদের উদ্ধার কছে সেনাবাহিনী (Image: Reuters)
বন্যায় প্লাবিত জনপদ (Image: Reuters)