Home আফ্রিকা মাত্র ১২ ঘন্টায় ৩৫ কোটি গাছ লাগিয়ে রেকর্ড গড়ল ইথিওপিয়া

মাত্র ১২ ঘন্টায় ৩৫ কোটি গাছ লাগিয়ে রেকর্ড গড়ল ইথিওপিয়া

(Image: Twitter, Office of Ethiopian Prime Minister)

অবিশ্বাস্য এক রেকর্ড গড়ল ইথিওপিয়া। সোমবার মাত্র ১২ ঘন্টায় পুরো দেশজুড়ে ৩৫ কোটি গাছ লাগিয়েছে উত্তর আফ্রিকার এই রাষ্ট্রটি।

অভিনব এই উদ্যোগটি নেওয়া হয় দেশটির প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদের ‘গ্রীন লেগাসি’ প্রচারণার অংশ হিসেবে। ইথিওপিয়া জুড়ে ব্যাপক পুনঃবনায়নের উদ্দেশ্যে এই প্রচারণার ডাক দিয়েছিলেন তিনি।

সোমবারের কর্মসূচিতে সকাল থেকেই অংশ নেয় ইথিওপিয়ার কয়েক মিলিয়ন মানুষ। তাদের মধ্যে ছাত্র-ছাত্রী, চাকুরিজীবি, ব্যবসায়ী থেকে শুরু করে সরকারি আমলা, মন্ত্রী-সাংসদ-রাজনীতিবিদ, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ছিল সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ।

কর্মসূচী শুরুর ছয় ঘন্টার মাথায় প্রধানমন্ত্রী অ্যাবি টুইট করে জানান, প্রায় ১৫ কোটি গাছ এরই মধ্যে লাগানো হয়ে গেছে। তিনি লেখেন, “আমরা আমাদের লক্ষ্যের অর্ধেক পথ পাড়ি দিয়েছি।” তিনি সবাইকে আহবান জানান বাকি সময়টুকুতে অবশিষ্ট লক্ষ্য পুরণে সর্বশক্তি নিয়োগের।

আর পুরো বারো ঘন্টা পার হওয়ার পর আরেকটি টুইটে প্রধানমন্ত্রী অ্যাবি জানান, “ইথিওপিয়া শুধু তার ‘গ্রীন লেগাসি’-র লক্ষ্যমাত্রা পূর্ণই করেনি, তা ছাড়িয়েও গেছে।” দেশটির প্রযুক্তিমন্ত্রী এক টুইটে সুনির্দিষ্টভাবে জানান, মোট ৩৫,৩৬,৩৩,৬৬০ টি গাছ এদিন লাগানো হয়েছে ইথিওপিয়া জুড়ে।

একদিনে ৩৫ কোটি গাছ লাগালেও ইথিওপিয়ার সার্বিক লক্ষ্যমাত্রা আরও ব্যাপক। তারা মে থেকে অক্টোবর মাস পর্যন্ত পুরো বর্ষাকাল জুড়ে ছোট-বড় মিলিয়ে মোট ৪০০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন বলে সম্প্রতি ঘোষণা করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ।

আফ্রিকার একটি বেসরকারি সংস্থার হিসাব মতে, ১৯-র দশকের শুরুতে ইথিওপিয়ার মোট বনভূমি যেখানে ছিল ৩০ শতাংশ, সেখানে এখন তা কমে দাঁড়িয়েছে ৪ শতাংশে।

বেশ কয়েক বছর ধরেই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ভুগছে স্থলবেষ্টিত ইথিওপিয়া। দেশটির ৮০ শতাংশ মানুষই কৃষিকাজের ওপর নির্ভরশীল হওয়ায় এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের অর্থনীতিও। কাছাকাছি চিত্র আফ্রিকার অন্যান্য দেশগুলোরও।

এই অবস্থায় কয়েক বছর আগে ইথিওপিয়াসহ আফ্রিকার প্রায় দু’ডজন দেশ সিদ্ধান্ত নেয় মহাদেশের ১০ কোটি হেক্টর জমি বনায়ন করার। সেই লক্ষ্য বাস্তবায়নে বড় পদক্ষেপ নিয়ে দেখাল ইথিওপিয়া।

এক গবেষণায় দেখা গেছে, পৃথিবীর হারিয়ে যাওয়া বনাঞ্চলগুলোকে আবারও সবুজ করা গেলে কার্বন নিঃসরণের কারণে বেড়ে যাওয়া তাপমাত্রা প্রায় দুই-তৃতীয়াংশ কমিয়ে ফেলা সম্ভব। কারণ এই পরিমান গাছ প্রায় ২০৫ বিলিয়ন টন কার্বন শুষে নিতে সক্ষম। প্রতি বছর প্রকৃতিতে প্রায় ১০ বিলিয়ন টন কার্বন যুক্ত হয়।