জাপানের নতুন প্রধানমন্ত্রী হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা

জাপানের নতুন প্রধানমন্ত্রী হলেন ফুমিও কিশিদা। দেশটির সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীকে নিজেদের নতুন নেতা হিসেবে নির্বাচিত করেছে ক্ষমতাসীন দল ‘লিবারেল ডেমোক্রেটিক পার্টি’ (এলডিপি)। সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হওয়ার সুবাদে সংবিধান অনুযায়ী জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবেও নিযুক্ত হবেন তিনি।

দেশটির সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় সরে দাড়ানোর পর দলের নতুন নেতা নির্বাচনের উদ্যোগ নেয় এলডিপি।

করোনা পরিস্থিতির মধ্যে কিছুটা জোর করেই এবছর অনুষ্ঠিত টোকিও অলিম্পিকের আয়োজন করে জাপান সরকার। মহামারির মধ্যে ঝুকি নিয়ে এই গেমস আয়োজনের বিরোধিতা করেছিল জাপানের নাগরিকদের একটি বড় অংশ। তবে বিপুল আর্থিক ক্ষতি এড়ানোর কারণ দেখিয়ে অলিম্পিক আয়োজনের ব্যাপারে অনড় থাকেন প্রধানমন্ত্রী সুগা।

শেষ পর্যন্ত আয়োজনটি মোটামুটি নির্বিঘ্নে সম্পন্ন হলেও সমালোচনার হাত থেকে রেহাই পাননি ইয়োশিহিদে সুগা। জনপ্রিয়তা কমে যায় তার দল এলডিপি-রও। এমন অবস্থায় সবকিছুর দায় নিজের কাধে নিয়ে সরে দাড়ানোর সিদ্ধান্ত নেন সুগা।

এরপর প্রধানমন্ত্রীর পদে সুগার স্থলাভিষিক্ত কে হবেন তা নির্ধারণের জন্য নিয়ম অনুযায়ী ভোটাভুটির উদ্যোগ নেয় এলডিপি। এতে চারজন প্রার্থীর ভেতর মূল প্রতিদ্বন্দিতা হয় জাপানের সাবেক দুই পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা এবং তারো কোনোর মধ্যে।

সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মন্ত্রীসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা তারো কোনো বর্তমান মন্ত্রীসভারও সদস্য। অন্যদিকে ফুমিও কিশিদা সাবেক দুই প্রধানমন্ত্রী শিনজো আবে ও ইয়াসুয়ো ফুকুদার সরকারে মন্ত্রী ছিলেন।

দলীয় নির্বাচনে চার প্রার্থীর মধ্যে তারো কোনোকেই সবচেয়ে জনপ্রিয় হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত তাকে টপকে দলীয় প্রধানের পদে বিজয়ী হন ফুমিও কিশিদা।

শিনজো আবের পদত্যাগের পর গত বছরের দলীয় নির্বাচনেও অংশ নিয়েছিলেন কিশিদা। কিন্তু পরাজিত হন ইয়োশিহিদে সুগার কাছে। প্রধানমন্ত্রী হন সুগা।

৬৪ বছর বয়সী ফুমিও কিশিদা জাপানের এক রাজনৈতিক পরিবারের সদস্য। তার পিতা ও পিতামহ দু’জনেই জাপানের সংসদের সদস্য ছিলেন।

দেশটির সবচেয়ে দীর্ঘ সময়ের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ফুমিও কিশিদা। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেলা আণবিক বোমায় বিধ্বস্ত হিরোশিমার বর্তমান সাংসদ ফুমিও কিশিদা। বিশ্বের যেকোন প্রান্তে যেকোন প্রকার পারমাণবিক অস্ত্রের তাই ঘোর বিরোধী তিনি।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কিশিদার প্রচেষ্টাতেই ২০১৭ সালে হিরোশিমা সফর করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

দলীয় নির্বাচনে জয়ের পর আগামী ৪ অক্টোবর জাপানি সংসদে নিজের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ফুমিও কিশিদাকে। কেবল তারপরই প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য জাপানের সম্রাটের কাছ থেকে ডাক পাবেন তিনি।

সংসদে এলডিপি-র পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা থাকায় জাপানের প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদার নিয়োগ সহজেই অনুমোদন পেয়ে যাবে সেখানে। প্রধানমন্ত্রী হিসেবে কিশিদা দায়িত্ব পালন করবেন বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত। এরপর নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে।

সমালোচকদের কাছে জননেতা হিসেবে ফুমিও কিশিদার ভাবমূর্তি ‘দূর্বল এবং অনাকর্ষণীয়’। তবে এলডিপি-র অভ্যন্তরে দলের ভবিষ্যৎ কান্ডারি হিসেবে তার যথেষ্ঠ গ্রহণযোগ্যতা রয়েছে। দলের বর্ষীয়ান নেতাদেরও সমর্থন রয়েছে কিশিদার প্রতি।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফুমিও কিশিদার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কোভিডের কারণে ক্ষতিগ্রস্থ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিকে শক্তিশালী রাখা।

এছাড়া উত্তেজনাপূর্ণ প্রতিবেশী বলয়ে ভারসাম্যমূলক কূটনীতি বজায় রাখাও কিশিদার জন্য হবে আরেক চ্যালেঞ্জ। একদিকে ক্রমশ পরাক্রমশালী হতে থাকা চীন, অন্যদিকে অনিশ্চিত উত্তর কোরিয়ার মাঝে নিজেদের নিরাপদ কিন্তু সুদৃড় অবস্থান নিশ্চিত করতে হবে ফুমিও কিশিদার সরকারকে।

রানী এলিজাবেথের প্রয়াণে বিশ্বনেতাদের শোক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রয়াত রানী্র প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এলিজাবেথ ছিলেন অতুলনীয় মর্যাদাসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্কের ভিত্তিকে গভীরতর...

পরলোকে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ

৯৬ বছরে পরলোকে পাড়ি দিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর দায়িত্ব পালন করা এলিজাবেথ আজ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ...

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

বরিস জনসনের বিদায়ের পর নতুন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। মার্গারেট থ্যাচার ও থেরেসা মে'র পর দেশটির ইতিহাসের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রীটে প্রবেশ...

প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ

সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ আর নেই। ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন এক সময়ের বহুল আলোচিত এই রাজনীতিবিদ। ১৯১৭ সালে রাশিয়ায় রাজতন্ত্রের পতনের...

রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সশস্ত্র বাহিনীতে ১৩৭,০০০ নতুন সদস্য নিয়োগের ঘোষণা দিয়েছেন। আজ এই সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট। নবনিযুক্ত এই সেনাদের...

বরিস জনসনকে ইউক্রেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজধানী কিয়েভ সফর করছেন বরিস জনসন।...

পার্টিতে উদ্দাম নেচে এখন বিপদে ফিনল্যান্ডের নারী প্রধানমন্ত্রী

বন্ধুদের সাথে পার্টি করে এখন পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ২০১৯ সালে ফিনল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন সানা মারিন।...

সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন ব্রিটেনের রাণী এলিজাবেথ

ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। দেশটির সুদীর্ঘ ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজশাসক এখন তিনিই। ব্রিটিশ রাজপরিবারের হাজার বছরের ইতিহাসে...

নির্বাচনে জালিয়াতির দায়ে অং সান সুকির আরও ৩ বছরের জেল

মায়ানমারের সেনা নিয়ন্ত্রিত আদালত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুকিকে আর ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে। তার বিরুদ্ধে চলা এই মামলাটি সর্বশেষ সাধারণ নির্বাচনে অনিয়মের...

থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল দেশটির সাংবিধানিক আদালত

মেয়াদের চেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। ২০১৪ সাল থেকে ক্ষমতাসীন প্রায়ুথের প্রধানমন্ত্রী পদে থাকাকে চ্যালেঞ্জ...

কারাগারে মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক

দূর্নীতির মামলায় দোষী সাব্যস্ত মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। দু'বছর আগে ২০২০ সালে মামলাটিতে নাজিব রাজ্জাককে ১২ বছরের কারাদন্ড দিয়েছিল দেশটির...

কিমকে জবাব দিতে একযোগে আটটা মিসাইল ছুড়লো দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার একঝাঁক মিসাইল পরীক্ষার পরদিনই আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে জবাব দিল দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েকমাস ধরে নিজেদের সামরিক সক্ষমতা প্রচারের জন্য...

উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ায় পৌছলেন জো বাইডেন

উত্তর কোরিয়ার ক্রমাগত পারমাণবিক হুমকির মুখে দক্ষিণ কোরিয়ার সাথে আরও বেশি সামরিক মহড়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট...

আজ জাপানে বসছে কোয়াডের বৈঠক, পৌছেছেন শীর্ষনেতারা

চার দেশের অনানুষ্ঠানিক 'চীনবিরোধী' জোট কোয়াডের এবছরের শীর্ষ বৈঠক আজ বসতে চলেছে জাপানের রাজধানী টোকিওতে। দেশগুলোর শীর্ষনেতারা এরই মধ্যে এসে পৌছেছেন শহরটিতে। এবারের বৈঠকটিকে...