বাঁচানো গেলনা কুয়ায় পড়ে যাওয়া মরক্কোর শিশুটিকে

ব্যর্থ হল চার দিনের প্রাণান্তকর চেষ্টা আর সারা বিশ্বের প্রার্থনা। মরক্কোর এক কুয়ায় পড়ে যাওয়া পাচ বছরের ছোট্ট শিশুটি শেষ পর্যন্ত মারা গেল।

রায়ান ওমর নামের শিশুটি কয়েকদিন আগে অসাবধানতাবশত পড়ে যায় গভীর ঐ কুয়াটিতে। তার বাবা সেসময় কুয়াটি সংস্কার করছিলেন। সরু লম্বা কুয়াটির প্রায় ৩২ মিটার গভীরে চলে যায় রায়ান। শিশুটির বাবা দ্রুত সাহায্যের জন্য ছুটে গেলেও তার আগেই রায়ানের দেহ কুয়ার অনেকটা গভীরে নেমে যায়।

খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছালেও শিশুটিকে উদ্ধারে বেগ পেতে হয় তাদের। কারণ কুয়াটি সরু হওয়ায় সেখানে উদ্ধারকারীদের প্রবেশ করা সম্ভব হচ্ছিলনা।

উদ্ধারকারী দল কুয়ায় আটকে পড়া রায়ানের অবস্থা জানতে এর ভেতরে একটি ক্যামেরা প্রবেশ করায়। তাতে তোলা ভিডিওতে শিশুটিকে জীবিত অবস্থায় দেখা যায়। তবে তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

দ্রুত শিশুটির জন্য অক্সিজেন, খাবার ও পানি পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে রায়ান আদৌ শেষ পর্যন্ত সেগুলো নিয়ে ব্যবহার করতে পেরেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

সরাসরি কুয়াটিতে প্রবেশের সুযোগ না থাকায় এর কিছুটা পাশে একটি প্রশস্ত গর্ত খুড়ে রায়ানের সর্বশেষ অবস্থান পর্যন্ত গভীরতায় পৌছে এরপর পাশ বরাবর শিশুটির কাছে যাওয়ার পরিকল্পনা করে উদ্ধারকারীরা।

তবে এতে ঝুকি ছিল মাটিধসের। সেকারণে উদ্ধারকারীরা বুলডোজারের সাহায্যে আরও চওড়া করে পরিখা খনন শুরু করে। সারাদিন ধরে পালা করে এই কাজে অংশ নেয় উদ্ধারকারীরা। রাতেও ফ্লাডলাইট জ্বালিয়ে খননকাজ অব্যাহত রাখে তারা।

শেষ পর্যন্ত চতুর্থ দিনে এসে শিশুটির অবস্থান বরাবর পৌছাতে সক্ষম হয় উদ্ধারকারী দল। এরপর পাশ বরাবর মাটি খুড়ে রায়ানের কাছে পৌছায় তারা। এসময় বড় পাইপ ব্যবহার করা হয় যাতে গর্ত বরাবর মাটি ধসে পড়তে না পারে।

এছাড়া উদ্ধার তৎপরতা চলার সময় কয়েক ঘন্টা পরপর কাজ থামিয়ে মাটির সর্বশেষ অবস্থা পরীক্ষা করতে হয় তাদেরকে যেন কোন দূর্ঘটনা না ঘটে।

এদিকে রায়ানের কুয়ায় আটকে পড়ার খবর ছড়িয়ে পড়তেই অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হয় মরক্কো জুড়ে। ছোট্ট শিশুটির প্রাণরক্ষার প্রার্থনায় নজিরবিহীন এক ঐক্যের আবহ তৈরি হয় দেশটিতে। দল, মত, জাতি, গোত্র নির্বিশেষে দেশটির সর্বস্তরের মানুষ গত চার দিন ধরে কামনা করে গেছে রায়ানের বিপদমুক্তির।

কুয়াটি ঘিরে যখন ভারী যন্ত্রপাতি, বিশেষজ্ঞ আর উদ্ধারকারীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন রায়ানকে উদ্ধারের জন্য, তখনও পুরো এলাকাজুড়ে শত শত মানুষ দাঁড়িয়ে থেকে অপেক্ষা করেছে কোন সুসংবাদ শোনার আশায়।

তারা একসাথে ধর্মীয় গান গেয়েছে, প্রার্থনা করেছে। কেউ কেউ রাতের পর রাত অবস্থান করেছেন ঘটনাস্থলে।

শুধু মরক্কোই নয়, রায়ান ওমরের দূর্ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হতেই সারাবিশ্ব থেকে সহমর্মিতার বার্তা আসতে শুরু করে। শিশুটির দ্রুত উদ্ধার কামনায় শরিক হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সেভ রায়ান’ হ্যাশট্যাগের মাধ্যমে বহু মানুষ তাদের সহমর্মিতা জানায়।

তবে শেষ পর্যন্ত তাদের সব প্রত্যাশা পরিণত হয় হতাশায়। কুয়া থেকে উদ্ধার করা হয় রায়ানের নিথর দেহ। উদ্ধারকারীরা তার কাছে পৌছানোর আগেই মারা গিয়েছিল সে। তবে কুয়া ঘেকে রায়ানের দেহ বের করার সময় তার মৃত্যুর কথা জানানো হয়নি কিংবা উদ্ধারকারীরা নিজেরাও নিশ্চিত ছিলেননা।

ফলে রায়ানকে বের করার খবরে উল্লাস প্রকাশ করতে থাকে উপস্থিত লোকজন। গণমাধ্যমে সরাসরি সম্প্রচার দেখে বহির্বিশ্ব থেকেও শিশুটির ‘নিরাপদ উদ্ধারের’ ঘটনায় স্বস্তি প্রকাশ করা হতে থাকে।

কিন্তু ঘটনাস্থল থেকে এম্ব্যুলেন্সে করে রায়ানের দেহ নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তার মৃত্যুর কথা। শোক আর হতাশায় ডুবে যায় সকলে।

মরক্কোর বাদশাহ পঞ্চম মোহাম্মেদ রায়ানের বাবা-মাকে ফোন করে গভীর সমবেদনা জানিয়েছেন। শোক প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানূয়েল ম্যাক্রো।

২০১৯ সালে স্পেনের মালাগা শহরে অনেকটা একই রকম দূর্ঘটনায় একটি বোরহোলের মধ্যে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছিল দু’বছর বয়সী আরেকটি শিশু।

রানী এলিজাবেথের প্রয়াণে বিশ্বনেতাদের শোক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রয়াত রানী্র প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এলিজাবেথ ছিলেন অতুলনীয় মর্যাদাসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্কের ভিত্তিকে গভীরতর...

পরলোকে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ

৯৬ বছরে পরলোকে পাড়ি দিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর দায়িত্ব পালন করা এলিজাবেথ আজ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ...

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

বরিস জনসনের বিদায়ের পর নতুন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। মার্গারেট থ্যাচার ও থেরেসা মে'র পর দেশটির ইতিহাসের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রীটে প্রবেশ...

প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ

সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ আর নেই। ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন এক সময়ের বহুল আলোচিত এই রাজনীতিবিদ। ১৯১৭ সালে রাশিয়ায় রাজতন্ত্রের পতনের...

রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সশস্ত্র বাহিনীতে ১৩৭,০০০ নতুন সদস্য নিয়োগের ঘোষণা দিয়েছেন। আজ এই সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট। নবনিযুক্ত এই সেনাদের...

বরিস জনসনকে ইউক্রেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজধানী কিয়েভ সফর করছেন বরিস জনসন।...

পার্টিতে উদ্দাম নেচে এখন বিপদে ফিনল্যান্ডের নারী প্রধানমন্ত্রী

বন্ধুদের সাথে পার্টি করে এখন পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ২০১৯ সালে ফিনল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন সানা মারিন।...

সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন ব্রিটেনের রাণী এলিজাবেথ

ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। দেশটির সুদীর্ঘ ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজশাসক এখন তিনিই। ব্রিটিশ রাজপরিবারের হাজার বছরের ইতিহাসে...

নির্বাচনে জালিয়াতির দায়ে অং সান সুকির আরও ৩ বছরের জেল

মায়ানমারের সেনা নিয়ন্ত্রিত আদালত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুকিকে আর ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে। তার বিরুদ্ধে চলা এই মামলাটি সর্বশেষ সাধারণ নির্বাচনে অনিয়মের...

থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল দেশটির সাংবিধানিক আদালত

মেয়াদের চেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। ২০১৪ সাল থেকে ক্ষমতাসীন প্রায়ুথের প্রধানমন্ত্রী পদে থাকাকে চ্যালেঞ্জ...

কারাগারে মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক

দূর্নীতির মামলায় দোষী সাব্যস্ত মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। দু'বছর আগে ২০২০ সালে মামলাটিতে নাজিব রাজ্জাককে ১২ বছরের কারাদন্ড দিয়েছিল দেশটির...

কিমকে জবাব দিতে একযোগে আটটা মিসাইল ছুড়লো দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার একঝাঁক মিসাইল পরীক্ষার পরদিনই আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে জবাব দিল দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েকমাস ধরে নিজেদের সামরিক সক্ষমতা প্রচারের জন্য...

উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ায় পৌছলেন জো বাইডেন

উত্তর কোরিয়ার ক্রমাগত পারমাণবিক হুমকির মুখে দক্ষিণ কোরিয়ার সাথে আরও বেশি সামরিক মহড়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট...

আজ জাপানে বসছে কোয়াডের বৈঠক, পৌছেছেন শীর্ষনেতারা

চার দেশের অনানুষ্ঠানিক 'চীনবিরোধী' জোট কোয়াডের এবছরের শীর্ষ বৈঠক আজ বসতে চলেছে জাপানের রাজধানী টোকিওতে। দেশগুলোর শীর্ষনেতারা এরই মধ্যে এসে পৌছেছেন শহরটিতে। এবারের বৈঠকটিকে...