করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রাণী এলিজাবেথ। বাকিংহাম প্রাসাদ থেকে প্রচারিত এক বিবৃতিতে কিছুক্ষণ আগে জানানো হয়েছে এই সংবাদ।
বিবৃতিতে বলা হয়েছে, করোনা আক্রান্ত এলিজাবেথ ঠান্ডাজনিত সামান্য কিছু উপসর্গ বোধ করছেন। তিনি চিকিৎসক দলের প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করছেন। এছাড়া কোভিড সংক্রান্ত নির্দেশিকাও মেনে চলছেন।
গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হয়েছিলেন রাণী এলিজাবেথের বড় ছেলে প্রিন্স চার্লস। জানা গেছে, চার্লসের করোনা সনাক্তের পূর্বে তার সাথে দেখা হয়ছিলে রাণীর। মনে করা হচ্ছে, প্রিন্স চার্লর্সের দ্বারাই করোনা সংক্রামিত হয়েছেন ৯৫ বছর বয়সী এলিজাবেথ।
রাণী এলিজাবেথ বর্তমানে উইন্ডসর প্রাসাদে রয়েছেন। সেখানেই রাণীর দেহে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়। রাণী ছাড়াও উইন্ডসর প্রাসাদের আরও কয়েকজনের শরীরেও করোনা সনাক্তের খবর পাওয়া গেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রাণী এলিজাবেথের দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাণী শীঘ্রই আবারও তার রাজকীয় দায়িত্বে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
রাণী এলিজাবেথের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এমন সময় এল যখন তার সিংহাসনে আরোহনের ৭০ বছর পূর্তি পালন করছে ব্রিটেন।
গত ৬ ফেব্রুয়ারি ঐতিহাসিক এই দিনটি অতিবাহিত হয়। তবে রাষ্ট্রীয়ভাবে দিনটি উদযাপন করা হবে আগামী জুনে।
সিংহাসনে অধীষ্ঠানের সাত দশক তথা প্লাটিনাম জুবিলি পূর্তি উপলক্ষে সম্প্রতি সান্ড্রিংহাম প্রাসাদে জনসেবামূলক কাজে নিয়োজিত একদল কর্মীর সাথে সাক্ষাৎ করেন রাণী। দীর্ঘ তিন মাস পর এটিই ছিল সশরীরে যোগ দেওয়া রাণীর প্রথম কোন অনুষ্ঠান। স্বাস্থ্য সতর্কতার কারণে এতদিন কেবল ভার্চুয়াল মাধ্যমেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে এসেছেন এলিজাবেথ।
সামনের এপ্রিলে ৯৬ বছরে পা দিতে চলা রাণী এলিজাবেথ এরই মধ্যে করোনা ভ্যাকসিনের সবক’টি ডোজ গ্রহণ করেছেন। গত বছর জানুয়ারিতে তিনি করোনা টিকার প্রথম ডোজটি নিয়েছিলেন।
রাণী এলিজাবেথের ৭৩ বছর বয়সী বড় ছেলে প্রিন্স চার্লসের দেহে করোনা সনাক্ত হয় ১০ ফেব্রুয়ারি। এর ঠিক একদিন আগে ৮ ফেব্রুয়ারি তিনি রাণীর সাথে দেখা করেছিলেন। সচরাচর কোভিড আক্রান্ত হওয়ার ২ থেকে ১৪ দিনের মধ্যে আক্রান্তের মধ্যে উপসর্গ লক্ষ্য করা যায়।
প্রিন্স চার্লসের দেহে করোনা সনাক্তের কয়েক দিন পর তার স্ত্রী ৭৪ বছর বয়সী ক্যামিলা পার্কারও কোভিডে আক্রান্ত হন। প্রিন্স চার্লস কিছুদিন আগেও একবার কোভিডে আক্রান্ত হয়ে সুস্থও হয়ে উঠেছিলেন। এবার নিয়ে দ্বিতীয়বার করোনা ভাইরাসে সংক্রমিত হলেন তিনি। তার স্ত্রী ক্যামিলা এবং মা এলিজাবেথের জন্য এটিই প্রথমবার কোভিডে আক্রান্ত হওয়া।
ব্রিটিশ রাজপরিবারে করোনা হানার ইতিবৃত্ত
মার্চ ২০২০: করোনা ধরা পড়ে প্রিন্স চার্লসের শরীরে
এপ্রিল ২০২০: কোভিড আক্রান্ত হন চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম
জানুয়ারি ২০২১: টিকার প্রথম ডোজ নেন রাণী এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ
ফেব্রুয়ারি ২০২১: প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলা টিকার প্রথম ডোজ নেন
৮ ফেব্রুয়ারি ২০২২: উইনডসর প্রাসাদে এক অনুষ্ঠানে একসাথে সময় কাটান এলিজাবেথ ও চার্লস
১০ ফেব্রুয়ারি ২০২২: দ্বিতীয়বারের মত কোভিডে আক্রান্ত হন প্রিন্স চার্লস
১৪ ফেব্রুয়ারি ২০২২: করোনা ভাইরাস সনাক্ত হয় ক্যামিলা পার্কারের দেহে
২০ ফেব্রুয়ারি ২০২২: বাকিংহাম প্রাসাদ ঘোষণা করে, কোভিডে আক্রান্ত হয়েছেন রাণী এলিজাবেথ