রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নাৎসি নেতা আডলফ হিটলার ‘আংশিক ইহুদি ছিলেন’ বলে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল।
রাশিয়া সম্প্রতি ইউক্রেনকে নাৎসি জার্মানির সাথে তুলনা করেছিল। তার যৌক্তিকতা বোঝাতেই ল্যাভরভ সম্প্রতি ঐ মন্তব্য করেছিলেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল।
ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর এই ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে ল্যাভরভের মন্তব্যের ব্যাখ্যা দেওয়া এবং ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে।
সারাবিশ্বে আধিপত্য বিস্তারের লক্ষ্য নিয়ে একের পর এক প্রতিবেশী দেশ দখল করতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধিয়ে দিয়েছিলেন জার্মানির তৎকালীন শাসক আডলফ হিটলার। ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত চলা ঐ বিশ্বযুদ্ধে সারা পৃথিবীতে কয়েক কোটি লোক নিহত হয়েছিলেন। এর মধ্যে প্রায় ৬০ লক্ষ ইহুদিকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল হিটলারের জার্মান বাহিনী।
আর সেই হিটলারকেই ইহুদি সম্প্রদায়ভুক্ত বলে মন্তব্য করায় স্বভাবতই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ইসরায়েলের অভ্যন্তরে। গত সপ্তাহেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধনযজ্ঞ, যা হলোকাস্ট নামে পরিচিত, তার শিকার হওয়া নাগরিকদের স্মৃতিতে স্মরণ দিবস পালিত হয়। ইসরায়েলের বার্ষিক ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র তারিখগুলোর একটি এই দিনটি।
ইতালির একটি টেলিভিশন অনুষ্ঠানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে প্রশ্ন করা হয়েছিল, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকি নিজেই যেখানে ইহুদি ধর্মাবলম্বী, সেখানে তার দেশকে কিভাবে ইহুদিবিদ্বেষী নাৎসিদের সাথে তুলনা করল রাশিয়া? এর উত্তরে ল্যাভরভ ঐ বিতর্কিত মন্তব্য করে বলেন, জেলেন্সকি ইহুদি, তাতে কিছু যায় আসেনা! কারণ আমি ভুল হতে পারি, কিন্তু যতটুকু জানি, স্বয়ং হিটলারের শরীরেও ইহুদি রক্ত ছিল!
এই মন্তব্য প্রকাশ্যে আসার পরপরই দলমত নির্বিশেষে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নিন্দার ঝড় ওঠে। দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এমন বক্তব্য ইহুদিদের ওপর চালানো ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যার দায় ইহুদিদেরই ওপরে চাপানো আর প্রকৃত হত্যাকারীদের দায়মুক্তি দেয়ার শামিল।
ইউক্রেনের অবস্থানকে নাৎসী তৎপরতার সাথে রাশিয়ার তুলনা করার সমালোচনা করে তিনি বলেন, বর্তমানে চলা কোনো যুদ্ধেরই নিষ্ঠুরতা হলোকাস্টের সাথে তুলনীয় নয়।
এদিকে যার প্রসঙ্গ থেকে সের্গেই ল্যাভরভ সেদিন বিতর্কিত মন্তব্যটি করেছিলেন, সেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকি এক ভিডিও বার্তায় বলেছেন, আমার বলার কোন ভাষা নেই। এমন মন্তব্যের কোন নিন্দা কিংবা আত্মপক্ষ সমর্থন, কোনোটাই এখন পর্যন্ত মস্কোর কাছ থেকে আমরা শুনতে পাইনি। এখন পর্যন্ত যা আমরা পেয়েছি, তা হল তাদের নীরবতা।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ তার ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ল্যাভরভের বক্তব্যকে ক্ষমার অযোগ্য হিসেবে অভীহিত করেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, ল্যাভরভের মন্তব্য বর্ণবাদের নিম্নতম রূপ এবং একটি কৌশলী মিথ্যা।
ল্যাভরভের বিতর্কিত মন্তব্যটির প্রেক্ষাপট বেশ পুরনো। আডলফ হিটলারের বাবা ছিলেন আলোইস হিটলার। আলোইসের মায়ের পরিচয় পাওয়া গেলেও তার বাবা কে ছিলেন তা সুনির্দিষ্টভাবে কখনো জানা যায়নি। কোনো কোনো সূত্রের দাবি, তিনি ইহুদি ধর্মাবলম্বী ছিলেন। এই নিয়ে বিতর্ক আরও গতি পায় যখন হিটলারের আইনজীবি হ্যানস ফ্র্যাঙ্ক ১৯৫৩ সালে প্রকাশিত তার আত্মজীবনীতে দাবি করেন, হিটলার তাকে তার পিতামহের ধর্মপরিচয় খুজে বের করার দায়িত্ব দিয়েছিলেন। সেইমত অনুসন্ধান চালিয়ে ফ্র্যাঙ্ক নাকি জানতে পারেন, হিটলারের পিতামহ আসলেই ইহুদি ছিলেন।
তবে হ্যানস ফ্রাঙ্কের ঐ দাবি মূলধারার কোনো পক্ষেরই ইতিহাসবিদদের কাছে কখনোই গ্রহণযোগ্যতা পায়নি।