রাশিয়ার অভ্যন্তরের একটি বিমান ঘাঁটিতে আজ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই ঘটনায় ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মস্কো।
রাশিয়ার দক্ষিণে অবস্থিত এঙ্গেলস ঘাঁটিতে এই হামলা চালানো হয়। রুশ বোমারু বিমান থেকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা চালানোর জন্য এই ঘাঁটিটি ব্যবহৃত হয়ে আসছে।
রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, হামলা চালানো ইউক্রেনীয় ড্রোনটিকে তারা গুলি করে নামাতে সক্ষম হয়েছে। তবে এর ধ্বংসাবশেষের আঘাতে বিমানঘাঁটির তিনজন কর্মী গুরুতর আহত হয়েছে।
এঙ্গেলস বিমানঘাঁটিটি ইউক্রেন সীমান্ত থেকে ৬৫০ কিলোমিটার ভেতরে অবস্থিত। এমাসের শুরুতেও রাশিয়ার আরেকটি বিমানঘাঁটিতে অনুরূপ ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন।
আজকের হামলার ব্যাপারে ইউক্রেনের বিমানবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, রাশিয়ার অভ্যন্তরে ঘটা আজকের বিস্ফোরণ ইউক্রেনের মাটিতে চালানো রুশ হামলারই কর্মফল!
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে এঙ্গেলস বিমান ঘাঁটি এলাকায় বিস্ফোরণ এবং সংলগ্ন এলাকায় সাইরেন বাজতে দেখা গেছে।
এঙ্গেলস বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলা চালানোকে মস্কোর জন্য বিব্রতকর ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত ৫ ডিসেম্বর অন্য যে বিমানঘাঁটিতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল, সেটি ছিল সীমান্তের কাছাকাছি এলাকায়।
সেই তুলনায় এঙ্গেলস ঘাঁটির অবস্থান রাশিয়ার আরও ভেতরে। অর্থাৎ রুশ ভূখন্ডের অনেক গভীরেও যে ইউক্রেন আক্রমণ চালাতে প্রস্তুত এবং তৎপর তা জানান দিল কিয়েভ।
এছাড়া চলতি বছর ২৪ ফ্রেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে বিমান হামলা চালানোর অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এই এঙ্গেলস ঘাঁটিটি। এখন এটি নিজেই হামলার শিকার হওয়ায় তা ক্রেমলিনের জন্য অস্বস্তি বয়ে আনবে।
তাছাড়া ৫ ডিসেম্বরের আগের হামলাটির পর রাশিয়ার সামরিক স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছিল মস্কো। তা স্বত্তেও আজ যেভাবে এঙ্গেলস ঘাঁটিতে সফল হামলা চালাতে সমর্থ হল ইউক্রেন, তাতে করে রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও বড়সড় প্রশ্নের মুখে পড়বে।