সামরিক কুচকাওয়াযে বিদায় জানানো হল জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মারকেলকে

দীর্ঘ ১৬ বছর ‘রাজত্বের’ পর অবশেষে ক্ষমতাকে বিদায় জানালেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মারকেল। বর্তমান ইউরোপের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে বিবেচিত হয়ে আসা এই নেতা স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করলেন জার্মানির নবনির্বাচিত সরকারের কাছে।

বিদায়ের প্রাক্কালে বৃহস্পতিবার রাতে আঙ্গেলা মারকেলের উদ্দেশ্যে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী সামরিক মশাল মিছিলের। দেশের প্রতিটি বিদায়ী সরকার প্রধানকে বিশেষ এই প্যারেডের মাধ্যমেই সম্মান জানিয়ে থাকে জার্মান সেনাবাহিনী।

সিরিয়াসহ মধ্যপ্রাচ্য থেকে আসা বিপদগ্রস্থ বিপুল সংখ্যক শরণার্থীকে নিজ দেশে আশ্রয় দিয়ে সারাবিশ্বের সম্মান ও ভালোবাসা কুড়িয়েছিলেন আঙ্গেলা মারকেল। আশ্রয় পাওয়া শরণার্থী এবং মানবতাবাদীদের কাছে তিনি পরিচিতি পান ‘মামা মারকেল’ (মা মারকেল) নামে। এমনকি নোবেল শান্তি পুরষ্কারের জন্যও একসময় বিবেচিত হয়েছিল তার নাম।

তবে শরণার্থীদের জন্য স্বদেশের দরজা উদারভাবে খুলে দেওয়ায় জার্মানি তথা ইউরোপের কট্টরপন্থী সমাজের বিরাগভাজনও হতে হয়েছিল তাকে। এছাড়া করোনা মোকাবেলায় তার সরকারের আরোপিত কড়াকড়িও ক্ষুব্ধ করে জার্মানদের একাংশকে।

তাই বিদায়বেলায় দলমত নির্বিশেষে সকলের শ্রদ্ধা পেয়ে গেলেও, জার্মানিকে মারকেল খুব একটা স্বস্তিদায়ক অবস্থানে রেখে যেতে পারলেননা বলেই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।

বিদায়ের অনুষ্ঠানে দেওয়া ভাষণে আঙ্গেলা মারকেল বলেন, গত ষোল বছরে চ্যান্সেলর হিসেবে আমি নানা ঘটনার সাক্ষী থেকেছি। এগুলোর কোন কোনটি আমার জন্য ছিল ভীষণ চ্যালেঞ্জের.. কোনটা রাজনৈতিকভাবে কোনটা ব্যক্তিগত পর্যায়ে।

তার স্থলাভিষিক্ত হতে যাওয়া নতুন চ্যান্সেলর ওলাফ স্কলৎজ এবং তার সরকারের প্রতি শুভেচ্ছা জানিয়ে মারকেল বলেন, সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলার দায়িত্ব এখন নতুন সরকারের। আমি তাদের শুভকামনা জানাই এবং সর্বাত্মক সাফল্য প্রত্যাশা করি।

২০০৫ সালে গেরহার্ড শ্রোয়েডারের স্থলাভিষিক্ত হওয়ার পর একটানা ১৬ বছর জার্মানিকে নেতৃত্ব দিয়েছেন আঙ্গেলা মারকেল। ২০১৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন পরবর্তী নির্বাচনে আর অংশ না নেওয়ার।

এবছর অনুষ্ঠিত সেই নির্বাচনে প্রত্যাশার চেয়ে খারাপ ফল করে মারকেলের দল ‘খ্রিশ্চিয়ান ডেমোক্রেটস’। একদিকে মারকেলের যোগ্য উত্তরসূরীর অভাব, অন্যদিকে উদার অভিবাসন নীতি, করোনা নিয়ন্ত্রণে কড়াকড়িসহ তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের দরুণ সৃষ্ট অসন্তোষের জেরে নির্বাচনে আসন সংখ্যা অনেকটা কমে যায় মারকেলের দলের। ফলে যতটা আনন্দ ও আড়ম্বরের সাথে আঙ্গেলা মারকেলকে তার সমর্থকেরা বিদায় দিতে পারতেন, শেষপর্যন্ত ততটা হলনা।

আগামী সপ্তাহে জার্মান সংসদের অনুমোদনের পর দায়িত্ব পালন করা শুরু করবে দেশটির নতুন সরকার।

মারকেলের সাফল্য ও ব্যর্থতা

আঙ্গেলা মারকেল তার শাসনামলে পুরো ইউরোপের অনানুষ্ঠানিক একক নেতায় পরিণত হয়েছিলেন। বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে ব্রিটেন (ব্রেক্সিটের আগে), ফ্রান্স কিংবা ইতালির তুলনায় সক্রিয় ও কার্যকর অবস্থান নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান শরিকে পরিণত হতে পেরেছিল মারকেলের জার্মানি।

তবে ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের সময় তার নেওয়া বিভিন্ন পদক্ষেপ সমালোচিত হয় প্রতিবেশী দেশগুলোতে। এছাড়া সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন প্রায় ১০ লক্ষ শরণার্থীকে জার্মানিতে আশ্রয় দিয়ে সারাবিশ্বের প্রশংসা পেলেও এর প্রতিক্রিয়ায় সমগ্র ইউরোপজুড়ে অভিবাসন বিরোধী কট্টরপন্থী দলগুলোর উত্থানের জন্য তার ঐ সিদ্ধান্তকেই দায়ী করেন অনেকে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় বেশকিছু কড়া পদক্ষেপ নিয়ে জার্মানিতে মৃত্যু ও আক্রান্তের হার প্রশংসনীয়ভাবে কম রাখতে পেরেছিলেন আঙ্গেলা মারকেল। কিন্তু ঐ পদক্ষেপগুলোর জেরেই বহু মানুষের কর্মসংস্থান ও স্বাভাবিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ায় তা উল্লেখযোগ্য সংখ্যক জার্মানের কাছে মারকেলকে অজনপ্রিয় করে তোলে।

এছাড়া তার বিরুদ্ধে জার্মানির বাণিজ্য স্বার্থ দেখতে গিয়ে চীন ও রাশিয়া ইস্যুতে নমনীয় মনোভাব দেখানোর অভিযোগ করেন মারকেলের বিরোধীরা। জার্মানিকে তিনি রাশিয়ার গ্যাসের ওপর অতিমাত্রায় নির্ভরশীল করে তুলেছেন বলেও দাবি সমালোচকদের। তবে ক্রিমিয়া দখল কিংবা রুশ বিরোধী নেতা আলেক্সাই নাভালনিকে কারাদন্ড ও বিষপ্রয়োগের মত ইস্যুতে মস্কোর বিরুদ্ধে পশ্চিমাদের জারি করা নিষেধাজ্ঞায় পূর্ণ সমর্থন জানিয়েছিলেন আঙ্গেলা মারকেলের।

রানী এলিজাবেথের প্রয়াণে বিশ্বনেতাদের শোক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রয়াত রানী্র প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এলিজাবেথ ছিলেন অতুলনীয় মর্যাদাসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্কের ভিত্তিকে গভীরতর...

পরলোকে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ

৯৬ বছরে পরলোকে পাড়ি দিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর দায়িত্ব পালন করা এলিজাবেথ আজ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ...

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

বরিস জনসনের বিদায়ের পর নতুন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। মার্গারেট থ্যাচার ও থেরেসা মে'র পর দেশটির ইতিহাসের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রীটে প্রবেশ...

প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ

সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ আর নেই। ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন এক সময়ের বহুল আলোচিত এই রাজনীতিবিদ। ১৯১৭ সালে রাশিয়ায় রাজতন্ত্রের পতনের...

রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সশস্ত্র বাহিনীতে ১৩৭,০০০ নতুন সদস্য নিয়োগের ঘোষণা দিয়েছেন। আজ এই সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট। নবনিযুক্ত এই সেনাদের...

বরিস জনসনকে ইউক্রেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজধানী কিয়েভ সফর করছেন বরিস জনসন।...

পার্টিতে উদ্দাম নেচে এখন বিপদে ফিনল্যান্ডের নারী প্রধানমন্ত্রী

বন্ধুদের সাথে পার্টি করে এখন পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ২০১৯ সালে ফিনল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন সানা মারিন।...

সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন ব্রিটেনের রাণী এলিজাবেথ

ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। দেশটির সুদীর্ঘ ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজশাসক এখন তিনিই। ব্রিটিশ রাজপরিবারের হাজার বছরের ইতিহাসে...

নির্বাচনে জালিয়াতির দায়ে অং সান সুকির আরও ৩ বছরের জেল

মায়ানমারের সেনা নিয়ন্ত্রিত আদালত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুকিকে আর ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে। তার বিরুদ্ধে চলা এই মামলাটি সর্বশেষ সাধারণ নির্বাচনে অনিয়মের...

থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল দেশটির সাংবিধানিক আদালত

মেয়াদের চেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। ২০১৪ সাল থেকে ক্ষমতাসীন প্রায়ুথের প্রধানমন্ত্রী পদে থাকাকে চ্যালেঞ্জ...

কারাগারে মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক

দূর্নীতির মামলায় দোষী সাব্যস্ত মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। দু'বছর আগে ২০২০ সালে মামলাটিতে নাজিব রাজ্জাককে ১২ বছরের কারাদন্ড দিয়েছিল দেশটির...

কিমকে জবাব দিতে একযোগে আটটা মিসাইল ছুড়লো দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার একঝাঁক মিসাইল পরীক্ষার পরদিনই আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে জবাব দিল দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েকমাস ধরে নিজেদের সামরিক সক্ষমতা প্রচারের জন্য...

উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ায় পৌছলেন জো বাইডেন

উত্তর কোরিয়ার ক্রমাগত পারমাণবিক হুমকির মুখে দক্ষিণ কোরিয়ার সাথে আরও বেশি সামরিক মহড়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট...

আজ জাপানে বসছে কোয়াডের বৈঠক, পৌছেছেন শীর্ষনেতারা

চার দেশের অনানুষ্ঠানিক 'চীনবিরোধী' জোট কোয়াডের এবছরের শীর্ষ বৈঠক আজ বসতে চলেছে জাপানের রাজধানী টোকিওতে। দেশগুলোর শীর্ষনেতারা এরই মধ্যে এসে পৌছেছেন শহরটিতে। এবারের বৈঠকটিকে...