মারা গেলেন ৯৪’র রুয়ান্ডা গণহত্যার খলনায়ক থিওনেস বাগোসোরা

নব্বইয়ের দশকে সংঘটিত কুখ্যাত রুয়ান্ডা গণহত্যার অন্যতম প্রধান অভিযুক্ত থিওনেস বাগোসোরা মারা গেছেন। পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি কারাগারে বন্দী ছিলেন গণহত্যার দায়ে কারাদন্ডপ্রাপ্ত সাবেক এই কর্ণেল। হৃদযন্ত্রের সমস্যার কারণে তাকে মালির রাজধানী বামাকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই মারা যান ৮০ বছর বয়সী বাগাসোরা।

১৯৯৪ সালের ভয়াবহ ঐ গণহত্যায় ৮০০,০০০ মানুষকে হত্যা করা হয়েছিল। গণহত্যার সূত্রপাত সেবছর ৬ এপ্রিল। রুয়ান্ডার তৎকালীন হুতু সম্প্রদায়ভূক্ত প্রেসিডেন্ট জুভেনাল হাবায়ারিমানাকে বহনকারী বিমানকে গুলি করে ভূপাতিত করা হয় সেদিন। প্রেসিডেন্টসহ বিমানে থাকা সকলেই নিহত হন।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে হুতু সম্প্রদায়। প্রেসিডেন্টকে হত্যার জন্য প্রতিপক্ষ তুতসি সম্প্রদায়কে দায়ী করে তাদের ওপর ঝাপিয়ে পড়ে তারা। মাত্র ১০০ দিনের মধ্যে ৮০০,০০০ মানুষের মৃত্যু হয়, যাদের অধিকাংশই ছিল তুতসি।

গণহত্যার ঐ সময়ে রুয়ান্ডার সামরিক বাহিনীর অনানুষ্ঠানিক প্রধান ছিলেন থিওনেস বাগোসোরা। মূলত তার পরিকল্পনা এবং নির্দেশেই তুতসিদের নৃশংসভাবে এবং নির্বিচারে হত্যা করা হয়েছিল।

গণহত্যার কয়েক মাসের মাথায় মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে পালিয়ে যান বাগোসোরা। কিন্তু সেখান থেকে তাকে গ্রেফতার করে গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয় আন্তর্জাতিক আদালতে।

২০০৮ সালে আন্তর্জাতিক আদালত মানবতার বিরুদ্ধে অপরাধ এবং রুয়ান্ডার তৎকালীন বেশ কয়েকজন শীর্ষ রাজনীতিবিদকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে থিওনেস বাগোসোরাকে।

বিচার চলাকালীন বাগোসোরা নিজেকে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে আনা অভিযোগকে রুয়ান্ডার সেসময়ের তুতসি অধ্যুষিত সরকারের মিথ্যা প্রচারণা হিসেবে দাবি করেন।

ঐ মামলার রায়ে আন্তর্জাতিক আদালত বাগোসোরাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করে। তবে তিন বছর পর বাগোসোরার সাজার মেয়াদ যাবজ্জীবন থেকে কমিয়ে ৩৫ বছরে পুনর্নির্ধারণ করা হয়।

চলতি বছরের শুরুতে থিওনেস বাগোসোরা নির্ধারিত মেয়াদের আগেই তাকে কারামুক্তি দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তবে আদালত সেই আবেদন নাকচ করে দেয়। নির্ধারিত সময় পর্যন্ত কারাদন্ড ভোগ করলে ৮৯ বছর বয়সে মুক্তি পাওয়ার কথা ছিল বাগোসোরার। কিন্তু তার প্রায় এক দশক আগেই মারা গেলেন তিনি।

মালির কোলিকোরো কারাগারে বন্দী ছিলেন বাগোসোরা। রুয়ান্ডা গণহত্যায় জড়িত আরও অনেক দন্ডপ্রাপ্তও সাজা ভোগ করছেন এই কারাগারে।

রুয়ান্ডা গণহত্যার প্রেক্ষাপট

রুয়ান্ডার ৮৫ শতাংশ নাগরিকই হুতু সম্প্রদায়ভুক্ত, বাকিরা তুতসি সম্প্রদায়ের। তবে দীর্ঘ সময় ধরে এই সংখ্যালঘু তুতসিদের রাজবংশই রুয়ান্ডা শাসন করে এসেছে।

১৯৫৯ সালে সংখ্যাগরিষ্ঠ হুতুরা সংঘবদ্ধ হয়ে তুতসি রাজতন্ত্রকে ক্ষমতা থেকে উৎখাত করে। হাজার হাজার তুতসি নাগরিক রুয়ান্ডা ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যেতে বাধ্য হয়।

প্রতিবেশী উগান্ডায় আশ্রয় নেওয়া তুতসিরা ‘রুয়ান্ডান প্যাট্রিয়টিক ফ্রন্ট’ (আরপিএফ) নামের একটি গেরিলা গোষ্ঠী গড়ে তোলে। এই সংগঠন ১৯৯০ সালে রুয়ান্ডা আক্রমণ করে। পাল্টা প্রতিরোধ করে হুতুরাও। ১৯৯৩ সালে একটি শান্তিচুক্তির মাধ্যমে আপাত শান্তি ফিরে আসে রুয়ান্ডায়।

কিন্তু পরের বছর ১৯৯৪ সালে একটি হত্যাকান্ডে পাল্টে যায় সবকিছু। সেবছর ৬ এপ্রিল রুয়ান্ডার প্রেসিডেন্ট জুভেনাল হাবায়ারিমানা এবং বুরুন্ডির প্রেসিডেন্ট সাইপ্রিয়ান নাতিরামিরাকে বহনকারী একটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়। নিহত হন দুই প্রেসিডেন্টই। ঘটনাচক্রে তারা দু’জনেই ছিলেন হুতু সম্প্রদায়ভুক্ত।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষোভে উন্মত্ত হয়ে ওঠে হুতুরা। তারা দুই প্রেসিডেন্টেকে হত্যার জন্য আরপিএফ-কে দায়ী করে। প্রতিশোধের নেশায় তারা ঝাপিয়ে পড়ে সাধারণ তুতসিদের ওপর।

কিভাবে হত্যাযজ্ঞ চলেছিল?

রুয়ান্ডার হুতু সরকার এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্তারা তুতসিদের নামের তালিকা তৈরি করে দেশের জেলায় জেলায় মিলিশিয়াদের কাছে পাঠিয়ে দিত। তারাই বাড়ি বাড়ি গিয়ে তুতসিদের সপরিবারে হত্যা করত।

এছাড়া রুয়ান্ডার নাগরিকদের পরিচয়পত্রে আগে থেকেই তাদের সম্প্রদায় উল্লেখ থাকত। ফলে পরিচয়পত্র দেখে সহজেই হুতু এবং তুতসিদের আলাদা করা যেত। হুতু মিলিশিয়ারা রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে পরিচয়পত্র দেখে তুতসি নাগরিকদের হত্যা করত।

সরকার নিয়ন্ত্রিত রেডিও-টেলিভিশনে তুতসিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণার পাশাপাশি তাদেরকে ‘আরশোলার মত শেষ করে দিতে’ উস্কানি দেওয়া হত। এতে প্রলুব্ধ হয়ে অনেক বেসামরিক সাধারণ হুতু নাগরিকও এমনকি নিজেদের প্রতিবেশি তুতসিদের সপরিবারে হত্যা করেছিল সেই সময়।

প্রায় ১০০ দিন ধরে চলা নারকীয় সেই হত্যাযজ্ঞে রুয়ান্ডার প্রায় ৮০০,০০০ নাগরিক নিহত হন। তাদের বেশিরভাগই তুতসি।

কিভাবে থামল গণহত্যা?

তিনমাস ধরে গণহত্যা চলার পর উগান্ডার সেনাবাহিনীর সমর্থন নিয়ে তুতসিদের বিদ্রোহী সংগঠন ‘রুয়ান্ডান প্যাট্রিয়টিক ফ্রন্ট’ (আরপিএফ) রুয়ান্ডার একের পর এক এলাকা পাল্টা দখল করে নিতে শুরু করে। ক্রমেই পরিস্থিতি এতদিন গণহত্যার শিকার হতে থাকা তুতসিদের নিয়ন্ত্রণে চলে আসে। ক’দিন আগেও যে হুতুরা দলে দলে তুতসিদের হত্যা করছিল, তারাই তখন প্রাণভয়ে সদলবলে দেশ ছেড়ে পালাতে শুরু করে।

৪ জুলাই আরপিএফ রাজধানী কিগালিতে প্রবেশ করলে রুয়ান্ডায় আনুষ্ঠানিকভাবে তুতসিদের শাসন প্রতিষ্ঠিত হয়। বন্ধ হয় গণহত্যা। তবে অভিযোগ আছে, আরপিএফ ক্ষমতায় আসার পর গণহত্যার প্রতিশোধ নিতে তুতসিরাও হাজার হাজার হুতুকে নির্বিচারে হত্যা করেছিল।

রানী এলিজাবেথের প্রয়াণে বিশ্বনেতাদের শোক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রয়াত রানী্র প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এলিজাবেথ ছিলেন অতুলনীয় মর্যাদাসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্কের ভিত্তিকে গভীরতর...

পরলোকে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ

৯৬ বছরে পরলোকে পাড়ি দিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর দায়িত্ব পালন করা এলিজাবেথ আজ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ...

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

বরিস জনসনের বিদায়ের পর নতুন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। মার্গারেট থ্যাচার ও থেরেসা মে'র পর দেশটির ইতিহাসের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রীটে প্রবেশ...

প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ

সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ আর নেই। ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন এক সময়ের বহুল আলোচিত এই রাজনীতিবিদ। ১৯১৭ সালে রাশিয়ায় রাজতন্ত্রের পতনের...

রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সশস্ত্র বাহিনীতে ১৩৭,০০০ নতুন সদস্য নিয়োগের ঘোষণা দিয়েছেন। আজ এই সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট। নবনিযুক্ত এই সেনাদের...

বরিস জনসনকে ইউক্রেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজধানী কিয়েভ সফর করছেন বরিস জনসন।...

পার্টিতে উদ্দাম নেচে এখন বিপদে ফিনল্যান্ডের নারী প্রধানমন্ত্রী

বন্ধুদের সাথে পার্টি করে এখন পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ২০১৯ সালে ফিনল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন সানা মারিন।...

সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন ব্রিটেনের রাণী এলিজাবেথ

ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। দেশটির সুদীর্ঘ ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজশাসক এখন তিনিই। ব্রিটিশ রাজপরিবারের হাজার বছরের ইতিহাসে...

নির্বাচনে জালিয়াতির দায়ে অং সান সুকির আরও ৩ বছরের জেল

মায়ানমারের সেনা নিয়ন্ত্রিত আদালত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুকিকে আর ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে। তার বিরুদ্ধে চলা এই মামলাটি সর্বশেষ সাধারণ নির্বাচনে অনিয়মের...

থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল দেশটির সাংবিধানিক আদালত

মেয়াদের চেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। ২০১৪ সাল থেকে ক্ষমতাসীন প্রায়ুথের প্রধানমন্ত্রী পদে থাকাকে চ্যালেঞ্জ...

কারাগারে মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক

দূর্নীতির মামলায় দোষী সাব্যস্ত মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। দু'বছর আগে ২০২০ সালে মামলাটিতে নাজিব রাজ্জাককে ১২ বছরের কারাদন্ড দিয়েছিল দেশটির...

কিমকে জবাব দিতে একযোগে আটটা মিসাইল ছুড়লো দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার একঝাঁক মিসাইল পরীক্ষার পরদিনই আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে জবাব দিল দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েকমাস ধরে নিজেদের সামরিক সক্ষমতা প্রচারের জন্য...

উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ায় পৌছলেন জো বাইডেন

উত্তর কোরিয়ার ক্রমাগত পারমাণবিক হুমকির মুখে দক্ষিণ কোরিয়ার সাথে আরও বেশি সামরিক মহড়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট...

আজ জাপানে বসছে কোয়াডের বৈঠক, পৌছেছেন শীর্ষনেতারা

চার দেশের অনানুষ্ঠানিক 'চীনবিরোধী' জোট কোয়াডের এবছরের শীর্ষ বৈঠক আজ বসতে চলেছে জাপানের রাজধানী টোকিওতে। দেশগুলোর শীর্ষনেতারা এরই মধ্যে এসে পৌছেছেন শহরটিতে। এবারের বৈঠকটিকে...