প্রয়োজনে ইরানের প্রেসিডেন্টের সাথেও আলোচনায় বসতে রাজি ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম বলেছেন, পরিস্থিতি অনূকুল হলে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে আলোচনায় বসতে তার আপত্তি নেই।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সন্মেলনে গত রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের আকস্মিক উপস্থিতির প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প এমন ঘোষণা দিলেন।

পরমাণু কর্মসূচী নিয়ে গত কয়েক বছর ধরেই ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন চলছে। ২০১৫ সালে ইরানের সাথে যুক্তরাষ্টসহ ছয় দেশের হওয়া চুক্তি থেকে গত বছর বেরিয়ে আসার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে সোমবার ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সাথে এ সংক্রান্ত আরেকটি নতুন চুক্তি করার ব্যাপারে তার ‘ইতিবাচক দৃষ্টিভঙ্গি’ রয়েছে।

জি-৭ শীর্ষ সন্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে এক যৌথ সংবাদ সন্মেলনে ট্রাম্প বলেন, “আড়াই বছর আগে যখন আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলাম, তখনকার ইরান আর এখনকার ইরান এক নয়।”

তিনি যোগ করেন, “আমি বিশ্বাস করি, ইরান অসাধারণ একটি দেশ হয়ে উঠতে পারে, কিন্তু তাদের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারবেনা।”

এর কয়েক ঘন্টা আগেই ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছিলেন, তিনি যেকারো সঙ্গেই বৈঠকে বসতে প্রস্তুত, যদি তাতে ইরানের মঙ্গল হয়।

এর আগে ফ্রান্সের আমন্ত্রণে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জি-৭ শীর্ষ সন্মেলনে যোগ দিয়ে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির কর্মকর্তাদের সাথে পরমাণু কর্মসূচী নিয়ে আলোচনা করেন।

নতুন কোন চুক্তি হলে ঠিক কেমন হবে সেটি?

২০১৫ সালের ইরানের সাথে ছয় জাতির চুক্তিতে বলা হয়েছিল, ইরান আগামী ১০ থেকে ১৫ বছরের জন্য তাদের পরমাণু গবেষণার মাত্রা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে। বিনিময়ে তাদের ওপর আরোপিত আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

চুক্তিতে আরও বলা হয়েছিল, ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবেনা। পরমাণু বোমার উপযোগী প্লুটোনিয়াম তৈরি থেকেও দেশটিকে বিরত রাখার ধারা সংযুক্ত ছিল চুক্তিটিতে। একই সাথে বেসামরিক কাজে নিয়োজিত পরমাণু গবেষণা কর্মসূচী নজরদারিতে রাখতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দেশটিতে নিয়মিত সফরের অনুমতি দেওয়ার শর্তও ছিল তাতে। আর এই সবক’টি শর্ত মেনেই ছয় দেশের সাথে চুক্তিতে স্বাক্ষর করেছিল ইরান।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর গত বছর চুক্তিটি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। চুক্তিটির কিছু ধারাকে ‘অন্যায্য’ দাবি করে আরও ১২টি শর্ত সংযুক্ত করে ইরানের সাথে সম্পূর্ণ নতুন আরেকটি চুক্তি করার দাবি তোলে হোয়াইট হাউজ। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নতুন ওই শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের ব্যালাস্টিক মিসাইল কর্মসূচীতে রাশ টানা এবং আরব ও পারস্য এলাকার আঞ্চলিক সংঘাতগুলোতে ইরানের না জড়ানো।

সোমবারের যৌথ সংবাদ সন্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খুব স্পষ্টভাবে বলেছেন, “যদি ইরানের সাথে নতুন কোন চুক্তি হয়, তাহলে তা হতে হবে ‘পরমাণু অস্ত্রহীন’ ও ‘ব্যালাস্টিক মিসাইলহীন’ (একটি চুক্তি)… এবং সেটাও দীর্ঘ সময়ের জন্য।’

ইরান অবশ্য আগে থেকেই চুক্তিতে নতুন শর্ত আরোপের ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখিয়ে আসছে। ব্যালস্টিক মিসাইল কর্মসুচী নিয়ন্ত্রণ করার মার্কিন দাবিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে দেশটি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, “আমরা এটা নিশ্চিত করতে চাই যে ইরান কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হবেনা। তবে তার বিনিময়ে দেশটির মানুষ ‘অর্থনৈতিক ক্ষতিপূরণ’ স্বরূপ কিছু চাইতেই পারে।”

ইরান নিয়ে গত কয়েকদিন নরম মনোভাব দেখানো প্রেসিডেন্ট ট্রাম্পও এব্যাপারে বলেছেন যে, পরমাণু কর্মসূচী ত্যাগের বিনিময়ে অন্যান্য দেশগুলোর কাছ থেকে ঋণ, তেল নিরাপত্তাসহ নিজেদের অর্থনীতিকে সচল রাখার মত বিষয়গুলো ইরান পেতে পারে কিনা সেই ব্যাপারে আলোচনা চলছে।

রানী এলিজাবেথের প্রয়াণে বিশ্বনেতাদের শোক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রয়াত রানী্র প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এলিজাবেথ ছিলেন অতুলনীয় মর্যাদাসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্কের ভিত্তিকে গভীরতর...

পরলোকে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ

৯৬ বছরে পরলোকে পাড়ি দিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর দায়িত্ব পালন করা এলিজাবেথ আজ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ...

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

বরিস জনসনের বিদায়ের পর নতুন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। মার্গারেট থ্যাচার ও থেরেসা মে'র পর দেশটির ইতিহাসের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রীটে প্রবেশ...

প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ

সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ আর নেই। ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন এক সময়ের বহুল আলোচিত এই রাজনীতিবিদ। ১৯১৭ সালে রাশিয়ায় রাজতন্ত্রের পতনের...

রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সশস্ত্র বাহিনীতে ১৩৭,০০০ নতুন সদস্য নিয়োগের ঘোষণা দিয়েছেন। আজ এই সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট। নবনিযুক্ত এই সেনাদের...

বরিস জনসনকে ইউক্রেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজধানী কিয়েভ সফর করছেন বরিস জনসন।...

পার্টিতে উদ্দাম নেচে এখন বিপদে ফিনল্যান্ডের নারী প্রধানমন্ত্রী

বন্ধুদের সাথে পার্টি করে এখন পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ২০১৯ সালে ফিনল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন সানা মারিন।...

সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন ব্রিটেনের রাণী এলিজাবেথ

ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। দেশটির সুদীর্ঘ ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজশাসক এখন তিনিই। ব্রিটিশ রাজপরিবারের হাজার বছরের ইতিহাসে...

নির্বাচনে জালিয়াতির দায়ে অং সান সুকির আরও ৩ বছরের জেল

মায়ানমারের সেনা নিয়ন্ত্রিত আদালত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুকিকে আর ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে। তার বিরুদ্ধে চলা এই মামলাটি সর্বশেষ সাধারণ নির্বাচনে অনিয়মের...

থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল দেশটির সাংবিধানিক আদালত

মেয়াদের চেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। ২০১৪ সাল থেকে ক্ষমতাসীন প্রায়ুথের প্রধানমন্ত্রী পদে থাকাকে চ্যালেঞ্জ...

কারাগারে মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক

দূর্নীতির মামলায় দোষী সাব্যস্ত মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। দু'বছর আগে ২০২০ সালে মামলাটিতে নাজিব রাজ্জাককে ১২ বছরের কারাদন্ড দিয়েছিল দেশটির...

কিমকে জবাব দিতে একযোগে আটটা মিসাইল ছুড়লো দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার একঝাঁক মিসাইল পরীক্ষার পরদিনই আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে জবাব দিল দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েকমাস ধরে নিজেদের সামরিক সক্ষমতা প্রচারের জন্য...

উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ায় পৌছলেন জো বাইডেন

উত্তর কোরিয়ার ক্রমাগত পারমাণবিক হুমকির মুখে দক্ষিণ কোরিয়ার সাথে আরও বেশি সামরিক মহড়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট...

আজ জাপানে বসছে কোয়াডের বৈঠক, পৌছেছেন শীর্ষনেতারা

চার দেশের অনানুষ্ঠানিক 'চীনবিরোধী' জোট কোয়াডের এবছরের শীর্ষ বৈঠক আজ বসতে চলেছে জাপানের রাজধানী টোকিওতে। দেশগুলোর শীর্ষনেতারা এরই মধ্যে এসে পৌছেছেন শহরটিতে। এবারের বৈঠকটিকে...