জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের মেসেজিং অ্যাপ্লিকেশন মেসেঞ্জারের অবয়ব পরিবর্তন করতে যাচ্ছে। মেসেঞ্জারের নতুন এই রূপ গুগল অ্যাপ স্টোর আর প্লে স্টোর থেকে ডাউনলোড বা আপগ্রেড করে নেওয়া যাবে যেকোন স্মার্টফোন থেকে।
ফেসবুক এবছরের মে মাসে তাদের সর্বশেষ এফ৮ ডেভেলপার সন্মেলনে এই পরিবর্তনের কথা ঘোষণা করেন। উদ্দেশ্য ছিল অ্যাপটিকে আরও সরল করা এবং মেসেজগুলোকে পর্দার একেবারে সামনে এবং মাঝখানে নিয়ে আসা।
মেসেঞ্জারে নতুন আনা পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে, ট্যাবের সংখ্যা নয়টি থেকে কমিয়ে তিনটি করা, পর্দায় ফাঁকা অংশ আরও বাড়িয়ে দেওয়া, গেমস, বটস, রিমাইন্ডার অপশনগুলো একটি মাত্র লুকানো বাটনের মধ্যে নিয়ে আসা প্রভৃতি।
এবছরের মে মাসে ঘোষিত হলেও এই পরিবর্তনের কাজ শুরু হয় অক্টোবর থেকে। অবশ্য ব্যবহারকারীদের নতুন এই পরিবর্তনগুলো উপভোগের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
ফেসবুক ২০০৮ সালে তাদের নিজস্ব মেসেজিং অ্যাপ মেসেঞ্জার চালু করে। সেসময় শুধুমাত্র ডেস্কটপ ব্যবহারকারীরাই মেসেঞ্জার ব্যবহার করতে পারত। ২০১৪ সালে এর মোবাইল সংস্করণ বাজারে ছাড়ার পর স্মার্টফোন ব্যবহারকারীরাও এটি ব্যবহার করার সুযোগ পান।