ইউক্রেন দখল করতে কতটা প্রস্তুত রাশিয়া?

এরই মধ্যে সারা বিশ্ব জেনে গেছে, প্রায় এক লক্ষ সেনা নিয়ে ইউক্রেনের সীমান্তে পুরোদস্তুর এক সামরিক অভিযানের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে রাশিয়া। দেশটি যদিও দাবি করছে ইউক্রেনে হামলা চালাতে নয় বরং নিজেদের সামরিক মহড়ার অংশ হিসেবেই তাদের এই তৎপরতা।

কিন্তু রাশিয়ার এই দাবিকে একেবারেই বিশ্বাস করছেনা পশ্চিমা বিশ্ব। এমনকি রাশিয়ার মিত্ররাও একপ্রকার নিশ্চিত, ইউক্রেনে অভিযানই মস্কোর এত বিশাল সমর আয়োজনের একমাত্র উদ্দেশ্য।

রাশিয়ার সম্ভাব্য এই হামলার জবাব যদি ইউক্রেন দেয় এবং প্রত্যাঘাত করে, তাহলে সামরিক অভিযানটি কেবল অভিযানে সীমাবদ্ধ থাকবেনা, পরিণত হবে পুরোদস্তুর যুদ্ধে। আর ইউক্রেনের দিকে ন্যাটোর মিত্ররাও যদি সামরিক সহায়তার হাত বাড়িয়ে দেয়, তাহলে সেই যুদ্ধের তীব্রতা কতটা মারাত্মক হবে তা সহজেই অনুমেয়।

তাই রাশিয়া যদি সত্যি ইউক্রেনে আগ্রাসন চালাতে চায়, তাহলে দেশটিকে কেবল ইউক্রেন নয়, তার সাথে যুক্তরাষ্ট্র, ইউরোপ তথা পুরো ন্যাটোর মোকাবেলা করার প্রস্তুতি নিয়েই অভিযান শুরু করতে হবে। বাস্তবেও দেশটি করছে তাই।

এখন এক এক করে দেখা যাক ঠিক কি পরিমান সৈন্য এবং সমরাস্ত্র নিয়ে ইউক্রেন অভিমুখে অবস্থান নিয়েছে ক্রেমলিন।

প্রায় ৩৫,০০০ সেনা আগে থেকেই ইউক্রেনের সীমান্ত এলাকাগুলোতে মোতায়েন ছিল। সাম্প্রতিক তৎপরতায় এই সংখ্যা আরও বাড়তে বাড়তে এখন প্রায় ১০০,০০০ হয়ে দাড়িয়েছে। এদের মধ্যে সেনাদলের বেশকিছু ইউনিটকে রাশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি ৪,০০০ মাইল দূর থেকেও এনে জড়ো করা হয়েছে।

ইউক্রেনের একটি সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, এই মূহুর্তে রুশ সেনাবাহিনীর ১০৬,০০০ সদস্য এবং নৌ ও বিমান বাহিনীর আরও ২১,০০০ সদস্য সীমান্ত এলাকাগুলোতে অবস্থান নিয়ে আছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গতকাল গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছেন, রুশ সামরিক বাহিনীর ৬০টি ইউনিট বর্তমানে ইউক্রেন সীমান্তে রয়েছে। আয়তনের হিসেবে যা বাহিনীর এক-তৃতীয়াংশ।

সেনাবাহিনীর নিয়মিত এসব সদস্যের বাইরেও লুহানস্ক ও দোনেৎস্কের মত ইউক্রেনের অভ্যন্তরের সীমান্ত এলাকাগুলোতে প্রায় ১৫,০০০ রুশ বিচ্ছিন্নতাবাদী সক্রিয় রয়েছে।

সীমান্তের যেসব এলাকায় রুশ সৈন্যরা ঘাটি গেড়ে রয়েছে, সেসব জায়গার স্যাটেলাইট চিত্র থেকে সেনাদের অবস্থান সম্পর্কে অনেকটা ধারণা পাওয়া যাচ্ছে।

অস্থায়ী ছাউনিগুলোতে বিপুল সংখ্যক সামরিক যান দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে বরফের ওপর চাকার দাগ থেকে সামরিক যানবাহনগুলোর নিয়মিত চলাচল বোঝা যাচ্ছে। এছাড়া এসব ঘাটির যেসব তাবুতে সৈন্যরা থাকছেন, সেগুলোর থার্মাল ডিটেকশনের (ওপর থেকে কোন স্থাপনার তাপমাত্রা পর্যবেক্ষণ) মাধ্যমে তাবুগুলোতে কত সংখ্যায় সৈন্য রয়েছেন তার আন্দাজ পাওয়া যাচ্ছে।

বেলারুশে সেনা সমাবেশ

ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণ সীমান্তে রয়েছে রাশিয়া আর উত্তরে অবস্থিত বেলারুশ। এই বেলারুশের বর্তমান নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো দেশটির দীর্ঘ সময়ের স্বৈরশাসক এবং তিনি রুশ ঘনিষ্ঠ। একারণেই ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার সম্ভাব্য হামলার প্রস্তুতির জন্য বেলারুশকেও পুরোমাত্রায় কাজে লাগাচ্ছেন।

দেশটির সাথে যৌথ সামরিক মহড়ার নামে এরই মধ্যে কয়েক হাজার সেনাকে বেলারুশে পাঠিয়েছে মস্কো। ১০ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌছবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

বেলারুশ সীমান্ত থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দূরত্ব ১৫০ কিলোমিটারেরও কম।

সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন আলোকচিত্র ও ভিডিওচিত্রে দেখা গেছে, সশস্ত্র সামরিক যান, ট্যাঙ্ক এবং মিসাইল নিক্ষেপ সরঞ্জামের মত রুশ সেনাবাহিনীর ভারী সমরাস্ত্র বহন করা হচ্ছে বেলারুশের অভ্যন্তরে।

রাশিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, উন্নত সু-৩৫ যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ এবং চিকিৎসা সহায়তা উপকরণ বেলারুশে পরিচালিত আসন্ন ‘যৌথ মহড়ার’ জন্য সেখানে পাঠানো হয়েছে।

সমুদ্রের প্রস্তুতি

রাশিয়া বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ নৌ মহড়ার আয়োজন করেছে। যুদ্ধজাহাজসহ ১৪০টি নৌযান, ৬০টি বিমান এবং প্রায় ১০,০০০ সদস্য এগুলোতে অংশ নেবেন। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত ছড়ানো এসব মহড়া এমাসে শুরু হয়ে পুরো ফেব্রুয়ারি জুড়ে চলবে। ভূমধ্যসাগরের মহড়ায় অংশ নিতে এরই মধ্যে ছয়টি রুশ যুদ্ধজাহাজ ইংলিশ চ্যানেল অতিক্রম করেছে। এসব জাহাজে করে সৈন্য, ট্যাঙ্ক এবং সশস্ত্র যান পরিবহন করা সম্ভব।

তবে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে সমুদ্র উপকূল দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে সামরিক বিশেষজ্ঞদের। তাদের মতে, উপকূলে ইউক্রেনের বাহিনীর প্রতিরোধ ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা রাশিয়ার জন্য সহজ হবেনা। একারণে হয়ত কেবল তিনদিকের স্থলসীমান্ত দিয়েই ইউক্রেনে ঢোকার কথা ভাববে ক্রেমলিন।

রানী এলিজাবেথের প্রয়াণে বিশ্বনেতাদের শোক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রয়াত রানী্র প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এলিজাবেথ ছিলেন অতুলনীয় মর্যাদাসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্কের ভিত্তিকে গভীরতর...

পরলোকে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ

৯৬ বছরে পরলোকে পাড়ি দিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর দায়িত্ব পালন করা এলিজাবেথ আজ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ...

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

বরিস জনসনের বিদায়ের পর নতুন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। মার্গারেট থ্যাচার ও থেরেসা মে'র পর দেশটির ইতিহাসের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রীটে প্রবেশ...

প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ

সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ আর নেই। ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন এক সময়ের বহুল আলোচিত এই রাজনীতিবিদ। ১৯১৭ সালে রাশিয়ায় রাজতন্ত্রের পতনের...

রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সশস্ত্র বাহিনীতে ১৩৭,০০০ নতুন সদস্য নিয়োগের ঘোষণা দিয়েছেন। আজ এই সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট। নবনিযুক্ত এই সেনাদের...

বরিস জনসনকে ইউক্রেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজধানী কিয়েভ সফর করছেন বরিস জনসন।...

পার্টিতে উদ্দাম নেচে এখন বিপদে ফিনল্যান্ডের নারী প্রধানমন্ত্রী

বন্ধুদের সাথে পার্টি করে এখন পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ২০১৯ সালে ফিনল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন সানা মারিন।...

সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন ব্রিটেনের রাণী এলিজাবেথ

ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। দেশটির সুদীর্ঘ ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজশাসক এখন তিনিই। ব্রিটিশ রাজপরিবারের হাজার বছরের ইতিহাসে...

নির্বাচনে জালিয়াতির দায়ে অং সান সুকির আরও ৩ বছরের জেল

মায়ানমারের সেনা নিয়ন্ত্রিত আদালত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুকিকে আর ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে। তার বিরুদ্ধে চলা এই মামলাটি সর্বশেষ সাধারণ নির্বাচনে অনিয়মের...

থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল দেশটির সাংবিধানিক আদালত

মেয়াদের চেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। ২০১৪ সাল থেকে ক্ষমতাসীন প্রায়ুথের প্রধানমন্ত্রী পদে থাকাকে চ্যালেঞ্জ...

কারাগারে মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক

দূর্নীতির মামলায় দোষী সাব্যস্ত মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। দু'বছর আগে ২০২০ সালে মামলাটিতে নাজিব রাজ্জাককে ১২ বছরের কারাদন্ড দিয়েছিল দেশটির...

কিমকে জবাব দিতে একযোগে আটটা মিসাইল ছুড়লো দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার একঝাঁক মিসাইল পরীক্ষার পরদিনই আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে জবাব দিল দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েকমাস ধরে নিজেদের সামরিক সক্ষমতা প্রচারের জন্য...

উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ায় পৌছলেন জো বাইডেন

উত্তর কোরিয়ার ক্রমাগত পারমাণবিক হুমকির মুখে দক্ষিণ কোরিয়ার সাথে আরও বেশি সামরিক মহড়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট...

আজ জাপানে বসছে কোয়াডের বৈঠক, পৌছেছেন শীর্ষনেতারা

চার দেশের অনানুষ্ঠানিক 'চীনবিরোধী' জোট কোয়াডের এবছরের শীর্ষ বৈঠক আজ বসতে চলেছে জাপানের রাজধানী টোকিওতে। দেশগুলোর শীর্ষনেতারা এরই মধ্যে এসে পৌছেছেন শহরটিতে। এবারের বৈঠকটিকে...