তিন বছর পর জেল থেকে মুক্তি পেলেন সৌদি রাজকুমারী বাসমাহ

কারাবন্দি সৌদি রাজকুমারী এবং মানবাধিকার আইনজীবি বাসমাহ বিনতে সৌদকে তিন বছর পর মুক্তি দিয়েছে দেশটির সরকার। কারাগার থেকে মুক্ত হয়ে তিনি রাজধানী জেদ্দায় নিজের বাসভবনে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন বাসমাহর আইনজীবি ও সমর্থকরা।

৫৭ বছর বয়সী প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ বিন আব্দুল আজিজ বিন আল সৌদ দেশটির বর্তমান কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমানের অসুস্থতা ও ভগ্নস্বাস্থ্যের কারণে যুবরাজ মোহাম্মদ বিন সালমানই পরিচালনা করছেন দেশটির শাসন কার্যক্রম। তবে বিরোধী এবং ভিন্নমতাবলম্বীদের ওপর তার নিপীড়নমূলক আচরণের কারণে দেশে-বিদেশে যথেষ্ঠই সমালোচিত যুবরাজ সালমান। এমনকি সৌদি রাজপরিবারের কোন সদস্যও তার বিরুদ্ধাচরণ করলে তাকেও সালমান রেহাই দেননা বলেই প্রচলিত।

রাজকুমারী বাসমাহও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এমনই প্রতিহিংসার শিকার বলে মনে করা হয়। এবং শুধু বাসমাহই নন, ২০১৯ সালের মার্চে বাসমাহর সাথে তার মেয়ে সৌহৌদ আল শরীফকেও গ্রেফতার করেছিল সৌদি প্রশাসন। গত তিন বছর ধরে তারা দু’জনই কারাবন্দি ছিলেন।

রাজকুমারী বাসমাহ এবং তার মেয়ের মুক্তির ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দেয়নি। বাসমাহর এক মুখপাত্র জানিয়েছেন, ৬ জানুয়ারি তাকে মুক্তি দেওয়া হয়। রাজকুমারী সুস্থই আছেন, কিন্তু তারপরও স্বাস্থ্য পরীক্ষা করাতে চান। তিনি জানান, প্রিন্সেস বাসমাহ তার অন্য সন্তানদের সাথে দীর্ঘদিন পর মিলিত হতে পেরে অত্যন্ত আনন্দিত।

রাজকুমারী বাসমাহ সৌদি আরবের আল-হাইর কারাগারে বন্দি ছিলেন। দেশটির মানবাধিকার কর্মী ও ভিন্নমতাবলম্বীদের আটক রাখার জন্য বিশেষভাবে পরিচিত এই কারাগারটি।

২০১৯ সালে হঠাৎ নিখোজ হয়ে যাওয়ার ১৩ মাস পর হঠাৎ বাসমাহ নিজে টুইট বার্তায় জানান যে তাকে বন্দি করে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা। তার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলেও টুইটারে দাবি করেছিলেন প্রিন্সেস বাসমাহ। ২০২০ সালে বাসমাহর করা ঐ টুইটগুলো অবশ্য খুব দ্রুতই মুছে ফেলা হয়েছিল।

ধারণা করা হয়, ঐ সময়ে সৌদি রাজপরিবারের ভিন্নমতাবলম্বী কয়েক ডজন সদস্যকে আটক করে বিলাসবহুল হোটেলে বন্দি করে রাখার যে ঘটনায় আন্তর্জাতিকভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিলে, প্রিন্সেস বাসমাহও তাদের মধ্যে ছিলেন।

সেসময় বন্দি হওয়া অনেকেই পরবর্তীতে সমঝোতার ভিত্তিতে ছাড়া পেয়েছিলেন। তবে তাদের মধ্যে বাসমাহর নাম শোনা যায়নি।

প্রিন্সেস বাসমাহ ভিন্নমতাবলম্বীদের ওপর নিপীড়ন এবং সৌদি যুবরাজ সালমানের ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টার বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার ছিলেন। এছাড়া দেশটিতে নারীদের অধিকার নিয়েও বরাবরই সরব তিনি। সৌদি আরবে পরিবারের পুরুষ সদস্যদের অনুমতি ছাড়া অনেক কাজই নারীরা করতে পারেননা। নারীদের গাড়ি চালানোর মত কাজেও দীর্ঘদিন নিষেধাজ্ঞা ছিল সৌদি আরবে। সাম্প্রতিক বছরগুলোতে অবশ্য নারীকেন্দ্রিক অনেক নিষেধাজ্ঞাই শিথিল করেছে সৌদি প্রশাসন।

বিশ্লেষকদের মতে, রাজপরিবারের সরাসরি সদস্য হওয়ায় ধারণা করা হত ভিন্নমতাবলম্বী হলেও প্রিন্সেস বাসমাহর ওপর কোন বিপদ নেমে আসবেনা। কিন্তু যুবরাজ সালমান রাজপরিবারের বাসমাহর চেয়েও গুরুত্বপূর্ণ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দ্বিধা করেননি। এমনকি যুবরাজের পিতা বর্তমান বাদশাহ সালমানের আপন দুই ভাইয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছেন তিনি। এছাড়া সাবেক ক্রাউন প্রিন্স (যে যুবরাজ বর্তমান বাদশাহর মৃত্যু বা অবসরের পর পরবর্তী বাদশাহ হবেন) মোহাম্মদ বিন নাইফকে গৃহবন্দি করে রেখেছিলেন সালমান।

প্রিন্সেস বাসমাহ সৌদি আরবের প্রয়াত বাদশাহ সৌদের মেয়ে। সৌদ ১৯৫৩ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সৌদি আরবের বাদশাহ ছিলেন।

রানী এলিজাবেথের প্রয়াণে বিশ্বনেতাদের শোক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রয়াত রানী্র প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এলিজাবেথ ছিলেন অতুলনীয় মর্যাদাসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্কের ভিত্তিকে গভীরতর...

পরলোকে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ

৯৬ বছরে পরলোকে পাড়ি দিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর দায়িত্ব পালন করা এলিজাবেথ আজ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ...

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

বরিস জনসনের বিদায়ের পর নতুন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। মার্গারেট থ্যাচার ও থেরেসা মে'র পর দেশটির ইতিহাসের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রীটে প্রবেশ...

প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ

সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ আর নেই। ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন এক সময়ের বহুল আলোচিত এই রাজনীতিবিদ। ১৯১৭ সালে রাশিয়ায় রাজতন্ত্রের পতনের...

রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সশস্ত্র বাহিনীতে ১৩৭,০০০ নতুন সদস্য নিয়োগের ঘোষণা দিয়েছেন। আজ এই সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট। নবনিযুক্ত এই সেনাদের...

বরিস জনসনকে ইউক্রেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজধানী কিয়েভ সফর করছেন বরিস জনসন।...

পার্টিতে উদ্দাম নেচে এখন বিপদে ফিনল্যান্ডের নারী প্রধানমন্ত্রী

বন্ধুদের সাথে পার্টি করে এখন পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ২০১৯ সালে ফিনল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন সানা মারিন।...

সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন ব্রিটেনের রাণী এলিজাবেথ

ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। দেশটির সুদীর্ঘ ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজশাসক এখন তিনিই। ব্রিটিশ রাজপরিবারের হাজার বছরের ইতিহাসে...

নির্বাচনে জালিয়াতির দায়ে অং সান সুকির আরও ৩ বছরের জেল

মায়ানমারের সেনা নিয়ন্ত্রিত আদালত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুকিকে আর ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে। তার বিরুদ্ধে চলা এই মামলাটি সর্বশেষ সাধারণ নির্বাচনে অনিয়মের...

থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল দেশটির সাংবিধানিক আদালত

মেয়াদের চেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। ২০১৪ সাল থেকে ক্ষমতাসীন প্রায়ুথের প্রধানমন্ত্রী পদে থাকাকে চ্যালেঞ্জ...

কারাগারে মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক

দূর্নীতির মামলায় দোষী সাব্যস্ত মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। দু'বছর আগে ২০২০ সালে মামলাটিতে নাজিব রাজ্জাককে ১২ বছরের কারাদন্ড দিয়েছিল দেশটির...

কিমকে জবাব দিতে একযোগে আটটা মিসাইল ছুড়লো দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার একঝাঁক মিসাইল পরীক্ষার পরদিনই আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে জবাব দিল দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েকমাস ধরে নিজেদের সামরিক সক্ষমতা প্রচারের জন্য...

উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ায় পৌছলেন জো বাইডেন

উত্তর কোরিয়ার ক্রমাগত পারমাণবিক হুমকির মুখে দক্ষিণ কোরিয়ার সাথে আরও বেশি সামরিক মহড়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট...

আজ জাপানে বসছে কোয়াডের বৈঠক, পৌছেছেন শীর্ষনেতারা

চার দেশের অনানুষ্ঠানিক 'চীনবিরোধী' জোট কোয়াডের এবছরের শীর্ষ বৈঠক আজ বসতে চলেছে জাপানের রাজধানী টোকিওতে। দেশগুলোর শীর্ষনেতারা এরই মধ্যে এসে পৌছেছেন শহরটিতে। এবারের বৈঠকটিকে...