কিউবার রাজধানী হাভানার একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বিস্ফোরণে হোটেলের উনিশ শতকে নির্মিত ভবনটির সামনের অংশ ভেঙে পড়েছে। ডগ স্কোয়াডের সাহায্য নিয়ে ধ্বংসস্তুপের নিচে কেউ চাপা পড়ে আছেন কিনা তা খুজে দেখা হচ্ছে।
হাভানা শহরের পুরনো অংশে ৯৬ টি কক্ষ নিয়ে পরিচালিত হয়ে আসছে দ্য হোটেল সারাটোগা নামের পাচ তারকা এই হোটেলটি। দু’বছর বন্ধ থাকার পর সম্প্রতি সংস্কার ও নতুন রূপে সাজিয়ে হোটেল সারাটোগা পর্যটক ও আবাসিকদের জন্য আবার খুলে দেওয়ার প্রস্তুতি চলছিল।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে হোটেল ভবনের বাইরের দেয়াল পুরোটা উড়ে যায়। বিস্ফোরণ ও এর জেড়ে ছিটকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে সামনের সড়কের যানবাহন ও আশেপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্থ হয়। এগুলোর মধ্যে রয়েছে স্থানীয় ঐতিহাসিক মার্টি থিয়েটার ও ক্যালভারি ব্যাপ্টিস্ট চার্চ।
কিউবার স্বাস্থ্য দপ্তর বিস্ফোরণের ঘটনায় নিহতদের তালিকা প্রকাশ করেছে। তাদের মধ্যে চারটি শিশু, একজন নারী ও স্পেনের একজন পর্যটক রয়েছেন। এছাড়া মোট ৫৪ জন আজকের ঘটনায় আহত হয়েছেন। তাদের মধ্যে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বেশকিছু পরিবার দুর্ঘটনার সময় হোটেলে বা আশেপাশে থাকা তাদের স্বজনদের সন্ধান করছে যাদের নাম নিহত ও আহতদের প্রকাশিত তালিকায় নেই। ফলে মনে করা হচ্ছে, ধ্বংসস্তুপের নিচে আরো কিছু লোক জীবিত বা মৃত আটকা পড়ে আছেন।
কর্তৃপক্ষ বলছে, তাদের ধারণা হোটেলের গ্যাস লিকেজ থেকে আজকের বিস্ফোরণের ঘটনাটি ঘটে থাকতে পারে। ধ্বংসস্তুপ থেকে বিশাল ক্রেনের সাহায্যে বিধ্বস্ত একটি গ্যাসবাহী ট্যাংকার ট্রাক তুলে আনা হয়েছে।
উদ্ধারকাজ চালানোর পাশাপাশি ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ পরিষ্কার করে হোটেলের সামনের রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
করোনা ভাইরাসের প্রকোপের জেরে গত দু’বছর স্থবির হয়ে ছিল কিউবার পর্যটন শিল্প। তারও আগে থেকে দেশটির ওপর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞাও কিউবার পর্যটনে নেতিবাচক প্রভাব ফেলছিল। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পরও সেসব নিষেধাজ্ঞার বেশিরভাগই এখনও বহাল রয়েছে।
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সম্প্রতি দেশটির পর্যটন খাত আবারও ঘুরে দাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। হোটেল সারাটোগাও করোনার কারণে দু’বছর তাদের কার্যক্রম বন্ধ রেখেছিল। সম্প্রতি হোটেলটি নতুন উদ্যমে আবার যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিল।
হাভানার অন্যতম অভিজাত হোটেল হিসেবে পরিচিত সারাটোগা। বহু ভিআইপি ও সেলিব্রেটি ব্যক্তিত্বরা অবকাশ যাপন করেছেন এই হোটেলে।