আবার প্রেসিডেন্ট পদে লড়বেন লুলা ডি সিলভা 

রাজনীতিতে আবারো ফিরতে চলেছেন ব্রাজিলের জনপ্রিয় সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। এবছরের অক্টোবরে অনুষ্ঠিতব্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছেন ৭৬ বছর বয়সী এই নেতা।

আজ দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার মধ্যে দিয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচনের অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেন লুলা। সমাবেশে দেওয়া ভাষণে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জায়ার বোলসোনারোর হাত থেকে দেশের গণতন্ত্র রক্ষার জন্য তাকে সমর্থন দিতে সবার প্রতি আহবান জানান লুলা।

২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন বামপন্থী নেতা লুলা ডি সিলভা। তার সরকারের নেওয়া নানা জনমুখী প্রকল্পের কারণে সেসময় দেশটির লক্ষ লক্ষ নাগরিক দারিদ্র থেকে উঠে আসতে পেরেছিল। আর এমন সব পদক্ষেপই লুলাকে ব্রাজিলের আধুনিককালের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টে পরিণত করে।

লুলার পরে তারই সহকর্মী আরেক বামপন্থী নেত্রী দিলমা রোসেফ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনিও লুলা ডি সিলভার গণমুখী নীতি অব্যাহত রাখেন।

২০১৮ সালে একটি দূর্নীতির মামলায় আদালতে দোষী সাব্যস্ত হয়ে ১২ বছরের কারাদন্ড পান লুলা ডি সিলভা। প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যও ঘোষণা করা হয় তাকে। এতে আপাত অবসান ঘটে লুলার রাজনৈতিক ক্যারিয়ারের। তবে গতবছর তার সেই শাস্তির রায় বাতিল করে দেয় ব্রাজিলের সুপ্রিম কোর্ট। আগের রায়কে পক্ষপাতদুষ্ট হিসেবে অভীহিত করে সর্বোচ্চ আদালত। কারাগার থেকে মুক্তি পান লুলা।

এর মধ্যে ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন কট্টর ডানপন্থী রাজনীতিক জায়ার বোলসোনারো।

দরিদ্রবান্ধব লুলার সম্পূর্ণ বিপরীত ভাবমূর্তির বোলসোনারো দেশটির ধনী ও অভিজাত শ্রেণীর প্রতিনিধি হিসেবে পরিচিত। ক্ষমতায় এসে চলমান অনেক সামাজিক সুরক্ষামূলক প্রকল্প বন্ধ করে দেন তিনি। কর বৃদ্ধি থেকে শুরু করে পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন বাণিজ্যিক প্রকল্প নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দেন বোলসোনারো।

এই প্রেক্ষাপটে ব্রাজিলের সার্বিক পরিস্থিতি ‘তার সময়ে ফিরিয়ে আনতে’ আবারো রাজনীতির মাঠে ফেরার সিদ্ধান্ত নেন লুলা ডি সিলভা। ঘোষণা দেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার।

অক্টোবরে অনুষ্ঠিতব্য ঐ প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে আগস্ট থেকে। তার আগে লুলার পক্ষে আজ এক অনানুষ্ঠানিক প্রচার সভার আয়োজন করা হয় ব্রাজিলের সাও পাওলো শহরে।

এই সমাবেশ থেকে দল, মত, শ্রেণি, ধর্ম, রাজনৈতিক অবস্থান নির্বিশেষে দেশের সকল নাগরিকদের ‘গণতান্ত্রিক শক্তির’ পক্ষে যোগ দেওয়ার আহবান জানানো হয়।

লুলা ডি সিলভা তার ভাষণে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিই আমাদেরকে সব মতপার্থক্য ভুলে অযোগ্য ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এক হতে উদ্বুদ্ধ করেছে। আমি আবার লড়াইয়ে ফিরছি!

লুলা ডি সিলভার আবারো প্রেসিডেন্ট নির্বাচনে দাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে ক্ষমতাসীন প্রেসিডেন্ট বোলসোনারো এবছরের শুরুতে মন্তব্য করেছিলেন, এটা অনেকটা একজন অপরাধীর অপরাধস্থলে ফিরে আসার মত ব্যাপার হবে।

ধারণা করা হচ্ছে, অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনে লুলা ডি সিলভা জয়ী হয়ে গেলেও সহজে ক্ষমতা হস্তান্তর করতে চাইবেননা বর্তমান প্রেসিডেন্ট বোলসোনারো। তিনি বহুদিন ধরেই ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থার সমালোচনা করে আসছেন। আসন্ন নির্বাচনে পরাজিত হলে তিনি এই ব্যবস্থাকে দায়ী করে পুননির্বাচনের দাবি তুলতে পারেন বলে মনে করা হচ্ছে।

লুলা ডি সিলভা তার নির্বাচনী যাত্রায় রানিংমেট হিসেবে বেছে নিয়েছেন সাও পাওলোর গভর্নর গেরাল্ডো আকমিনকে। অর্থাৎ অক্টোবরে লুলা প্রেসিডেন্ট নির্বাচিত হলে গেরাল্ডো হবেন ভাইস-প্রেসিডেন্ট। বামপন্থী হলেও গেরাল্ডোর রয়েছে সংস্কারপন্থী ভাবমূর্তি। ফলে ক্ষমতাসীন প্রেসিডেন্টের কার্যকলাপে বিক্ষুব্ধদের তো বটেই, যারা লুলা ডি সিলভার উদার নীতিরও সমর্থক নন, তাদের ভোটও গেরাল্ডো টানতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার ডি সিলভার বিরুদ্ধেই প্রতিদ্বন্দীতা করেছিলেন গেরাল্ডো। তবে এবার বোলসোনারোর বিরুদ্ধে লুলার সাথে হাত মিলিয়েছেন তিনি। আজকের সভায় তার ওপর আস্থা রাখার জন্য লুলাকে ধন্যবাদ জানান গেরাল্ডো আকমিন।

সাম্প্রতিক জনমত জরিপগুলোতে দেখা গেছে, ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জায়ার বোলসোনারোর চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন লুলা। তবে নির্বাচনের এখনও কয়েক মাস বাকি। ততদিন এই ব্যবধান ধরে রাখতে পারলে তবেই আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদে ফিরতে পারবেন লুলা ডি সিলভা।

রানী এলিজাবেথের প্রয়াণে বিশ্বনেতাদের শোক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রয়াত রানী্র প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এলিজাবেথ ছিলেন অতুলনীয় মর্যাদাসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্কের ভিত্তিকে গভীরতর...

পরলোকে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ

৯৬ বছরে পরলোকে পাড়ি দিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর দায়িত্ব পালন করা এলিজাবেথ আজ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ...

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

বরিস জনসনের বিদায়ের পর নতুন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। মার্গারেট থ্যাচার ও থেরেসা মে'র পর দেশটির ইতিহাসের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রীটে প্রবেশ...

প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ

সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ আর নেই। ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন এক সময়ের বহুল আলোচিত এই রাজনীতিবিদ। ১৯১৭ সালে রাশিয়ায় রাজতন্ত্রের পতনের...

রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সশস্ত্র বাহিনীতে ১৩৭,০০০ নতুন সদস্য নিয়োগের ঘোষণা দিয়েছেন। আজ এই সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট। নবনিযুক্ত এই সেনাদের...

বরিস জনসনকে ইউক্রেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজধানী কিয়েভ সফর করছেন বরিস জনসন।...

পার্টিতে উদ্দাম নেচে এখন বিপদে ফিনল্যান্ডের নারী প্রধানমন্ত্রী

বন্ধুদের সাথে পার্টি করে এখন পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ২০১৯ সালে ফিনল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন সানা মারিন।...

সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন ব্রিটেনের রাণী এলিজাবেথ

ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। দেশটির সুদীর্ঘ ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজশাসক এখন তিনিই। ব্রিটিশ রাজপরিবারের হাজার বছরের ইতিহাসে...

নির্বাচনে জালিয়াতির দায়ে অং সান সুকির আরও ৩ বছরের জেল

মায়ানমারের সেনা নিয়ন্ত্রিত আদালত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুকিকে আর ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে। তার বিরুদ্ধে চলা এই মামলাটি সর্বশেষ সাধারণ নির্বাচনে অনিয়মের...

থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল দেশটির সাংবিধানিক আদালত

মেয়াদের চেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। ২০১৪ সাল থেকে ক্ষমতাসীন প্রায়ুথের প্রধানমন্ত্রী পদে থাকাকে চ্যালেঞ্জ...

কারাগারে মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক

দূর্নীতির মামলায় দোষী সাব্যস্ত মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। দু'বছর আগে ২০২০ সালে মামলাটিতে নাজিব রাজ্জাককে ১২ বছরের কারাদন্ড দিয়েছিল দেশটির...

কিমকে জবাব দিতে একযোগে আটটা মিসাইল ছুড়লো দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার একঝাঁক মিসাইল পরীক্ষার পরদিনই আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে জবাব দিল দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েকমাস ধরে নিজেদের সামরিক সক্ষমতা প্রচারের জন্য...

উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ায় পৌছলেন জো বাইডেন

উত্তর কোরিয়ার ক্রমাগত পারমাণবিক হুমকির মুখে দক্ষিণ কোরিয়ার সাথে আরও বেশি সামরিক মহড়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট...

আজ জাপানে বসছে কোয়াডের বৈঠক, পৌছেছেন শীর্ষনেতারা

চার দেশের অনানুষ্ঠানিক 'চীনবিরোধী' জোট কোয়াডের এবছরের শীর্ষ বৈঠক আজ বসতে চলেছে জাপানের রাজধানী টোকিওতে। দেশগুলোর শীর্ষনেতারা এরই মধ্যে এসে পৌছেছেন শহরটিতে। এবারের বৈঠকটিকে...