সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন ব্রিটেনের রাণী এলিজাবেথ

ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর পূর্ণ করলেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। দেশটির সুদীর্ঘ ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজশাসক এখন তিনিই।

ব্রিটিশ রাজপরিবারের হাজার বছরের ইতিহাসে আর কোনো রাজা কিংবা রাণীই এত দীর্ঘকাল ব্রিটেন শাসন করতে পারেননি। দায়িত্ব গ্রহণের ৭০ বছর পূর্তির এই উপলক্ষটিকে প্লাটিনাম জুবিলি হিসেবে পালন করা হচ্ছে ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে।

ঐতিহাসিক এই দিনটির প্রাক্কালে একনজরে দেখে নেওয়া যাক রাণী হিসেবে এলিজাবেথের সাত দশকের যাত্রার বিশেষ কিছু দিক।

কিভাবে রাণী হলেন এলিজাবেথ 

১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনে জন্ম নেন এলিজাবেথ। ভবিষ্যৎে রাণী হওয়ার স্বাভাবিক কোনো সম্ভাবনাই ছিলনা এলিজাবেথের। কারণ সেসময় রাজা ছিলেন তার পিতা জর্জের বড় ভাই এডওয়ার্ড। তার সন্তান থাকলে তাদেরই কারও ভবিষ্যৎে সিংহাসনে বসার কথা ছিল। 

কিন্তু ১৯৩৬ সালে সিংহাসনে বসার মাত্র এক বছরের মাথায়ই ব্যক্তিগত কারণে ক্ষমতা ছেড়ে দেন এডওয়ার্ড। প্রথা অনুযায়ী নতুন রাজা হন তার ছোট ভাই জর্জ। ছোট্ট এলিজাবেথের বয়স তখন মাত্র ১০। 

১৯৫২ সালে হঠাৎই মৃত্যুবরণ করেন রাজা জর্জ। এলিজাবেথ তথন বিদেশে রাষ্ট্রীয় সফরে। দ্রুত দেশে ফেরেন ২৫ বছরের তরুণী এলিজাবেথ। সব আনুষ্ঠানিকতা শেষে ষোল মাস পর ১৯৫৩ সালের ২ জুন ব্রিটিশ সিংহাসনে অভিষিক্ত হন তিনি। অতীতে আরও এক ব্রিটিশ রাণীর একই নাম থাকায় তিনি অনুষ্ঠানিকভাবে পরিচিত হন রাণী দ্বিতীয় এলিজাবেথ হিসেবে।

কমনওয়েলথেরও প্রধান 

সিংহাসনে বসার মধ্য দিয়ে এলিজাবেথ শুধু ব্রিটেনের রাণীই হননি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ আরও কয়েকটি দেশেরও রাষ্ট্রপ্রধানে পরিণত হন। কারণ স্বার্বভৌম রাষ্ট্র হলেও এই দেশগুলো ঐতিহাসিকভাবে ব্রিটেনের রাজশাসকদেরই তাদের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছে। 

এছাড়াও কমনওয়েলথ জোটেরও প্রধান হিসেবে দায়িত্ব পান এলিজাবেথ। অতীতে কোনো সময় ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভূক্ত ছিল, এমন দেশগুলোকে নিয়ে গঠিত জোট এই কমনওয়েলথ। 

এলিজাবেথের অভিষেকের সময় কমনওয়েলথের সদস্য ছিল মাত্র ৮টি রাষ্ট্র। এখন তা বেড়ে হয়েছে ৫৪। আয়তন, ব্যাপ্তি ও সদস্য সংখ্যায় জাতিসংঘের পরে বিশ্বের সবচেয়ে বড় জোট এই কমনওয়েলথই। আড়াইশো কোটিরও বেশি লোক বাস করে কমনওয়েলথভুক্ত দেশগুলোতে। সেই হিসেবে বিশ্বের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠীর জোট এটি। 

রুয়ান্ডা ও ক্যামেরন ছাড়া এই দেশগুলোর প্রত্যেকটিতেই সফর করেছেন রাণী এলিজাবেথ। অনেকগুলোতে গিয়েছেন একাধিকবার। 


বিশ্বের ৩০টিরও বেশি দেশের মুদ্রায় রাণী এলিজাবেথের ছবি রয়েছে। বর্তমানে পৃথিবীর আর কোনো শাসকের ছবি এতগুলো দেশের নোট বা কয়েনে মুদ্রিত নেই। ব্রিটিশ রাষ্ট্র ও সরকারের সাথে সাথে দেশটির সামরিক বাহিনী ও দেশটির সর্বোচ্চ চার্চেরও আনুষ্ঠানিক প্রধান এলিজাবেথ।

ব্রিটেনের প্রধানমন্ত্রীদের সাথে রাণী 

রাণী এলিজাবেথ ব্রিটেনের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান। দেশটির নির্বাহী ক্ষমতা ন্যস্ত প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের হাতে। রাণীর সাংবিধানিক দায়িত্ব হল, সরকারকে রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় পরামর্শ দেওয়া। প্রতি সপ্তাহে বাকিংহাম প্রাসাদে গিয়ে রাণীর কাছ থেকে পরামর্শ নেওয়া ছাড়াও তাকে সরকারের নিয়মিত কার্যক্রম অবহিত করে আসেন প্রধানমন্ত্রীরা। 

এলিজাবেথের ৭০ বছরের শাসনামলে মোট ১৪ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন ব্রিটেনে। উইনস্টন চার্চিল থেকে শুরু করে সর্বশেষ বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন, রাণীর সাথে প্রত্যেকেই নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। রাণীও বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে ১০ ডাউনিং স্ট্রিটে গিয়ে প্রধানমন্ত্রীদের আতিথেয়তা গ্রহণ করেছেন। 

রাণী এলিজাবেথের আরেকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব হল ব্রিটিশ পার্লামেন্টের প্রতি বছরের কার্যক্রম উদ্বোধন করা। তার ৭০ বছরের শাসনকালে কেবল ১৯৫৯ ও ১৯৬৩ সালে গর্ভবতী থাকার কারণে এবং এবছর ২০২২ সালে শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত থাকা ছাড়া প্রত্যেক বছরেরই শুরুতে সংসদের কার্যক্রম সশরীরে উদ্বোধন করে এসেছেন রাণী এলিজাবেথ।

সংকটের মূহুর্তগুলো 

দীর্ঘ সাত দশকের শাসনামলে বেশ কিছু সংকটময় সময়ও পার করেছেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। এরকম একটি বছর ছিল ১৯৯২ সাল। স্বয়ং রাণী বছরটিকে ‘ভয়াবহ’ হিসেবে অভীহিত করেছিলেন। রাণীর চার সন্তানের মধ্যে দুই পুত্র প্রিন্স চার্লস ও প্রিন্স আন্ড্রু এবং কন্যা প্রিন্সেস আন, কাকতালীয়ভাবে তিনজনেরই বিবাহবিচ্ছেদ হয় ১৯৯২ সালে। এছাড়া বছরটির শেষভাগে আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয় রাজপরিবারের দ্বিতীয় প্রধান আবাস উইন্ডসর প্রাসাদ। এলিজাবেথের শৈশবের বড় একটা অংশ কেটেছে এই প্রাসাদে। 

এরপর রাণীর জীবনে আরেক সংকটময় সন হিসেবে আবির্ভূত হয় ১৯৯৭ সাল। প্যারিসে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান প্রিন্স চার্লসের প্রাক্তন স্ত্রী প্রিন্সেস ডায়ানা। মৃত্যুর পর রাজপরিবারের পক্ষ থেকে ডায়ানার প্রতি যথাযথ সম্মান না দেখানোর অভিযোগে ব্রিটিশ সমাজে ব্যাপকভাবে সমালোচিত হন রাণী এলিজাবেথ। অবশ্য দ্রুতই সময়োচিত কিছু পদক্ষেপ নিয়ে সেসব সামলোচনা সামলেও উঠেছিলেন রাণী। 

সাম্প্রতিক বছরগুলোতেও দু’টো বিয়োগান্তক ঘটনার মুখোমুখি হতে হয়েছে রাণী এলিজাবেথকে। ২০২১ সালে তার পৌত্র প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মারকেল রাজপরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। এর ধারাবাহিকতায় প্রিন্স হ্যারি স্বেচ্ছায় রাজকীয় সকল পদবী ও দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে স্ত্রী মেগানের সাথে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। 

একই বছর প্রয়াত হন রাণী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। ছয় দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনে সকল পরিস্থিতিতে রাণীর পাশে থেকেছেন ৯৯ বছর বয়সে প্রয়াত প্রিন্স ফিলিপ।

এলিজাবেথের দু’টো রেকর্ড 

ব্রিটিশ সিংহাসনে সবচেয়ে বেশি সময় আসীন থাকার রেকর্ডটি দীর্ঘদিন ধরে ছিল রাণী ভিক্টোরিয়ার দখলে। ২০১৫ সেই রেকর্ড ভাঙেন রাণী এলিজাবেথ। এই মূহুর্তে তিনিই দেশটির দীর্ঘ ইতিহাসের সর্বোচ্চ সময়ের শাসক। 

এমনকি শুধু ব্রিটেনই হয়, সমগ্র বিশ্বের সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা নারী রাজশাসকও এখন রাণী এলিজাবেথ।

এছাড়া রাণী ভিক্টোরিয়ার আরেকটি রেকর্ডও ভেঙে দিয়েছেন রাণী এলিজাবেথ। তা হল, সবচেয়ে বেশি বয়স পর্যন্ত সিংহাসনে থাকা। ভিক্টোরিয়া যখন প্রয়াত হন তখন তার বয়স ছিল ৮১। আর রাণী এলিজাবেথ এখন রয়েছেন ৯৬ বছর বয়সে।

সুস্থ এবং দৃঢ়চেতা এলিজাবেথ নির্বিঘ্নেই শত বছরও পার করবেন, এমনই প্রত্যাশা সবার।

রানী এলিজাবেথের প্রয়াণে বিশ্বনেতাদের শোক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রয়াত রানী্র প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এলিজাবেথ ছিলেন অতুলনীয় মর্যাদাসম্পন্ন একজন রাষ্ট্রনায়ক। তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্কের ভিত্তিকে গভীরতর...

পরলোকে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ

৯৬ বছরে পরলোকে পাড়ি দিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ সিংহাসনে ৭০ বছর দায়িত্ব পালন করা এলিজাবেথ আজ স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ...

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস

বরিস জনসনের বিদায়ের পর নতুন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। মার্গারেট থ্যাচার ও থেরেসা মে'র পর দেশটির ইতিহাসের তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রীটে প্রবেশ...

প্রয়াত সোভিয়েত ইউনিয়নের শেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ

সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ রাষ্ট্রনেতা মিখাইল গর্বাচভ আর নেই। ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন এক সময়ের বহুল আলোচিত এই রাজনীতিবিদ। ১৯১৭ সালে রাশিয়ায় রাজতন্ত্রের পতনের...

রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সশস্ত্র বাহিনীতে ১৩৭,০০০ নতুন সদস্য নিয়োগের ঘোষণা দিয়েছেন। আজ এই সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেন রুশ প্রেসিডেন্ট। নবনিযুক্ত এই সেনাদের...

বরিস জনসনকে ইউক্রেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে। ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজধানী কিয়েভ সফর করছেন বরিস জনসন।...

পার্টিতে উদ্দাম নেচে এখন বিপদে ফিনল্যান্ডের নারী প্রধানমন্ত্রী

বন্ধুদের সাথে পার্টি করে এখন পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। ২০১৯ সালে ফিনল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন সানা মারিন।...

ইউক্রেনের এক-পঞ্চমাংশ এখন রাশিয়ার দখলে, জানালেন খোদ জেলেনস্কি 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশের ২০ শতাংশ ভূখন্ড এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর ১০০ দিন পূরণের ঠিক...

নির্বাচনে জালিয়াতির দায়ে অং সান সুকির আরও ৩ বছরের জেল

মায়ানমারের সেনা নিয়ন্ত্রিত আদালত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুকিকে আর ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে। তার বিরুদ্ধে চলা এই মামলাটি সর্বশেষ সাধারণ নির্বাচনে অনিয়মের...

থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত করল দেশটির সাংবিধানিক আদালত

মেয়াদের চেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। ২০১৪ সাল থেকে ক্ষমতাসীন প্রায়ুথের প্রধানমন্ত্রী পদে থাকাকে চ্যালেঞ্জ...

কারাগারে মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক

দূর্নীতির মামলায় দোষী সাব্যস্ত মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। দু'বছর আগে ২০২০ সালে মামলাটিতে নাজিব রাজ্জাককে ১২ বছরের কারাদন্ড দিয়েছিল দেশটির...

কিমকে জবাব দিতে একযোগে আটটা মিসাইল ছুড়লো দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার একঝাঁক মিসাইল পরীক্ষার পরদিনই আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে জবাব দিল দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। গত কয়েকমাস ধরে নিজেদের সামরিক সক্ষমতা প্রচারের জন্য...

উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ায় পৌছলেন জো বাইডেন

উত্তর কোরিয়ার ক্রমাগত পারমাণবিক হুমকির মুখে দক্ষিণ কোরিয়ার সাথে আরও বেশি সামরিক মহড়ার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট...

আজ জাপানে বসছে কোয়াডের বৈঠক, পৌছেছেন শীর্ষনেতারা

চার দেশের অনানুষ্ঠানিক 'চীনবিরোধী' জোট কোয়াডের এবছরের শীর্ষ বৈঠক আজ বসতে চলেছে জাপানের রাজধানী টোকিওতে। দেশগুলোর শীর্ষনেতারা এরই মধ্যে এসে পৌছেছেন শহরটিতে। এবারের বৈঠকটিকে...