দূর্নীতির মামলায় দোষী সাব্যস্ত মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে।
দু’বছর আগে ২০২০ সালে মামলাটিতে নাজিব রাজ্জাককে ১২ বছরের কারাদন্ড দিয়েছিল দেশটির বিচারিক আদালত। ঐ রায়ের বিরুদ্ধে আপিল চলাকালীন এতদিন জামিনে মুক্ত ছিলেন নাজিব।
তবে আজ মালেয়শিয়ার সুপ্রিম কোর্ট নাজিব রাজ্জাকের আপিলটি চূড়ান্তভাবে বাতিল করে দেয়। এছাড়া তার শাস্তি পিছিয়ে দেওয়ার আবেদনও খারিজ করে দেয় শীর্ষ আদালত। এর পরপরই কারাগারে পাঠানো হয় ৬৯ বছর বয়সী এই নেতাকে।
বহুল আলোচিত এই দুর্নীতি মামলায় নাজিব রাজ্জাকের বিরুদ্ধে মূল অভিযোগ, মালেয়শিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক কোম্পানি ‘১-মালেয়শিয়া ডেভেলপমেন্ট বারহাদ’ (১এমডিবি) এর তহবিল থেকে ৯.৪ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ করে নিজের ব্যাংক আকাউন্টে স্থানান্তর করেছিলেন তিনি।
এটিসহ মোট সাতটি অভিযোগে মামলাটি দায়ের করা হয় নাজিব ও তার সহযোগীদের বিরুদ্ধে। মামলায় নাজিব রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ২০২০ সালে ঘোষিত মামলাটির রায়ে তাকে ১২ বছরের কারাদন্ড এবং ৪৬.৮ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়।
নাজিব রাজ্জাক তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে আসছেন। তার কৌশলীরা বলেছেন, নাজিবের আকাউন্টে পাওয়া অর্থ ১এমডিবি এর নয়, এটি সৌদি রাজপরিবারের কাছ থেকে পাওয়া অনুদান।
ঐ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিলেন নাজিব রাজ্জাক। দু’বছরের আপিল প্রক্রিয়া শেষে মালেয়শিয়ার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মতভাবে আজ রায় দেয় যে, নাজিবের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগই বিচারিক আদালতে যথাযথভাবে প্রমাণিত হয়েছিল। ফলে নাজিব রাজ্জাকের করা আপিল খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
ইতিহাসের অন্যতম বড় এই দুর্নীতির অভিযোগে সব মিলিয়ে পাঁচটি মামলা করা হয়েছিল। আজকের রায়ে সেগুলোর মধ্যে কেবল একটির নিষ্পত্তি হল।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতাসীন থাকাকালীনই মালেয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়ম, বিলাসবহুল জীবনযাপনসহ নানা অভিযোগ উঠতে থাকে।
ক্ষমতা ছাড়ার দু’মাস পরই তাকে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা হয়।
তবে শুধু নাজিবই নন, তার স্ত্রী রোশমাহ মনসুরের বিরুদ্ধেও অর্থপাচার, করফাঁকি সহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। স্বামীর মত তিনিও নিজেকে নির্দোষ দাবি করে রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হওয়ার অভিযোগ তুলে আসছেন।
মালেয়শিয়ার সর্বশেষ সাধারণ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু দুর্নীতির মামলায় সাজা এবং এর বিরুদ্ধে করা আপিল খারিজ হয়ে যাওয়ায় তার সংসদ সদস্যপদ এখন বাতিল হয়ে যাবে। তবে মালেয়শিয়ার রাজার কাছে আবেদন করলে এবং তা গৃহীত হলে সংসদ সদস্যপদ বহাল রাখতে পারবেন নাজিব রাজ্জাক।